বিনোদন ডেস্ক : এ বছরের শুরুতেই বাবা-মা হতে চলার সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর ও অভিনেতা শোয়েব ইব্রাহিম। টেলিভিশনের এই তারকা দম্পতি স্যোশাল মিডিয়াতেও ব্যাপক জনপ্রিয়।
আপাতত প্রেগন্যান্সির তৃতীয় পর্যায়ে রয়েছেন ছোটপর্দার ‘সিমর’ দীপিকা। ইতিমধ্যেই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন দীপিকা। অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেন, জানান-মা হওয়ার পর অভিনয় ক্যারিয়ারে ইতি টেনে অভিনয়কে বিদায় সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
একজন গৃহবধূ আর মা হিসাবেই এবার বাঁচতে চান দীপিকা। স্বামী শোয়েবকেও এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। দীপিকার কথায়, ‘আমি মাতৃত্বের এই পর্যায়টা খুব উপভোগ করছি। প্রথম সন্তানের মুখ দেখতে আমরা ব্যাপক উত্তেজিত। আমি খুব অল্প বয়স থেকে কাজ শুরু করেছি। এরপর একটানা ১৫ বছর কাজ করেছি। অন্তঃসত্ত্বা হওয়ার পরেই শোয়েবকে জানিয়েছিলাম, আমি আর কাজ করতে চাই না। অভিনয় কেরিয়ারের ইতি টানতে চাই, এবং গৃহবধূ ও মা হিসাবেই বাকি জীবনটা কাটাতে চাই’।
ভারতীয় টিভি সিরিয়াল ‘শ্বশুরাল সিমরকা’ র সেটেই পরিচয় শোয়েব-দীপিকার। সেই সময় অবশ্য রৌনক স্যামসনের সঙ্গে সংসার করছিলেন দীপিকা। ২০১৫ সালে প্রথম বিয়েতে ইতি টানেন তিনি।
‘শোয়িকা’ জুটির সোশ্যাল মিডিয়ায় যেমন অনুরাগীর সংখ্যা অগুণতি, তেমন প্রায়শই কটাক্ষের শিকারও হন তাঁরা। দিন কয়েক আগেই দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবরকে ‘ভুয়ো’ বলে বিদ্রুপ করছিল যারা, তাদের একহাত নেন শোয়েব। এক সাক্ষাৎকারে বলেন, ‘অনেকে এমনটাও বলেছে দীপিকা নাকি বালিশ বদল করছে। আদৌ ও অন্তঃসত্ত্বা নয়। সবটাই লোক দেখানো। এইরকম নেতিবাচক মন্তব্য যারা করে তাঁদের মানসিকতা নিয়ে আমি আর কী বলব? পাত্তা দিতে চাই না’।
‘বিষাক্ত সম্পর্ক’ থেকে বেরিয়ে এসে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয়বার বিয়ের পর্ব সারেন দীপিকা। শোয়েবকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন অভিনেত্রী। নাম পালটে রাখেন ফয়জা।
বিয়ের পাঁচ বছরের মাথায় মাতৃত্বের সুখ পেতে চলেছেন এই দম্পতি। ২০১৮ সালে বিগ বস ১২ ট্রফি জেতেন টেলিভিশনের এই আদর্শ বহুরানি। ব্যক্তিগত জীবনেও একদম পারফেক্ট বউমা দীপিকা। গত দু-বছর থেকে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। শেষবার স্টার প্লাসের ‘কাঁহা হাম কাঁহা তুম’-এ দেখা গিয়েছে দীপিকাকে। সূত্র: হিন্দুস্তান টাইমস
বাংলাদেশে আসছে ‘কিসি কা ভাই কিসি কি জান’, ভারত যাচ্ছে ‘কসাই’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।