বিনোদন ডেস্ক : মাস কয়েক আগেই প্রথম সন্তানের মা হয়েছেন দীপিকা পাডুকোন। তাই অচিরেই অভিনয়ে ফেরার পরিকল্পনা ছিল না তার। তবে এমন ছবির প্রস্তাব পেলেন যা আর হাতছাড়া করতে পারলেন এই নায়িকা। শাহরুখ খানের সঙ্গে আবারও স্ক্রিন শেয়ারের সুযোগ বলে কথা! অনেক দিন ধরেই জল্পনা চলছিল ‘কিং’ ছবি নিয়ে।
প্রথমে ছবিটি পরিচালনা করার কথা ছিল সুজয় ঘোষের। কিন্তু পরে ছবির পরিচালনার ভার যায় সিদ্ধার্থ আনন্দের কাছে। প্রথমবার বাবা শাহরুখের সঙ্গে ছবি করছেন সুহানা খান। বড় পর্দায় এটাই তার প্রথম কাজ।
‘দাগি’র বিশেষ প্রদর্শনীতে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ‘দাগি’র বিশেষ প্রদর্শনীতে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ
এবার শোনা যাচ্ছে, পর্দায় সুহানা খানের মা হতে যাচ্ছেন দীপিকা। ছবিটিতে ক্যামিও দেবেন তিনি, সুহানার মায়ের চরিত্রে। সেই চরিত্র আবার শাহরুখের প্রাক্তন প্রেমিকারও। সিদ্ধার্থ আনন্দের ছবিতে সুযোগ পেয়ে তা আর ফেরাননি দীপিকা।
প্রথম থেকেই শাহরুখ ও সিদ্ধার্থ এই চরিত্রের জন্য দীপিকাকেই ভেবেছিলেন বলে জানা যাচ্ছে। প্রথমে সুহানার বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করার কথা ছিল সাইফ আলী খান ও টাবুর।
ছবিতে মূল খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। বিজয় ভার্মাকেও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। ছবিটি ২০২৬-এ মুক্তি পাওয়ার কথা।
‘মেঘবালিকা’তেও মুগ্ধ দর্শক!‘মেঘবালিকা’তেও মুগ্ধ দর্শক!
‘কিং’-এ দীপিকার কাজের খবরটি সত্য হলে বাবার পর (‘জওয়ান’ ছবিতে শাহরুখ খানের মায়ের ভূমিকায় ছিলেন দীপিকা) মেয়ে সুহানার মায়ের চরিত্রে দেখা যাবে দীপিকাকে।
এদিকে ‘কিং’ ছাড়াও আরো একটি ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করার কথা রয়েছে দীপিকার। রণবীর কাপুর ও আলিয়া ভাটের ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ দেখা যেতে পারে তাকে। রণবীরের সঙ্গে নাকি এই ছবিতে তার একটি অতি ঘনিষ্ঠ দৃশ্যও থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।