বিনোদন ডেস্ক : ২০০৭ সালের নভেম্বরে ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ দীপিকা পাড়ুকানের। ফারহা খান পরিচালিত সেই ছবিতে নায়কের ভূমিকায় ছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান।
প্রথম ছবিতেই শাহরুখের সঙ্গে জুটি বাঁধার সুযোগ পেয়ে পরে আর পেছন ফিরে তাকাতে হয়নি দীপিকাকে। ‘লাভ আজকাল’, ‘ককটেল’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘তামাশা’-র মতো ছবিতে কাজ করে বলিউডে নিজের জায়গা শক্ত করেন দীপিকা।
পরিচালক সঞ্জয় লীলা বানশালির ‘গোলিয়োঁ কি রাসলীলা রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’-এও প্রশংসিত হয়েছে তার কাজ। পাশাপাশি শাহরুখের সঙ্গেও কাজ করেছেন ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘পাঠান’-এর মতো ছবিতে।
হালের ‘জওয়ান’ ছবিতেও শাহরুখের বিপরীতে বিশেষ চরিত্রে দেখা গেছে তাকে। তাকে নিজের ছবির জন্য ‘লাকি চার্ম’ বলে মনে করেন শাহরুখ। দীপিকা ছবিতে থাকলেই নাকি ছবি বক্স অফিসে সুপারহিট, বিশ্বাস বাদশার। অথচ শাহরুখ নন, দীপিকার স্বপ্নের নায়ক অন্যজন। সেই ‘তারকা’র সঙ্গেই নাকি হিন্দি ছবিতে কাজ করতে চেয়েছিলেন অভিনেত্রী।
দীপিকার সেই স্বপ্নের নায়ক হলেন গায়ক হিমেশ রেশমিয়া। ২০০৬ সালে মুক্তি পেয়েছিল তার গানের অ্যালবাম ‘আপ কা সুরুর’। সেই অ্যালবামের একটি মিউজ়িক ভিডিওতে কাজ করেছিলেন দীপিকা। সেই প্রথম ক্যামেরার সামনে শুটিং করার অভিজ্ঞতা হয় দীপিকার।
মিউজ়িক ভিডিওতে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য হিমেশের কাছে এখনো কৃতজ্ঞ দীপিকা। এক অনুষ্ঠানে এসে অভিনেত্রী বলেন, ‘যখন আমাকে ওই মিউজ়িক ভিডিওতে নির্বাচন করা হয়েছিল, আমি তখন শুটিং সম্পর্কে কিছুই জানতাম না। আমি তার আগে কখনো কোনো ছবির সেটে যাইনি। আমি জানি না কীভাবে মিউজ়িক ভিডিওর শুটিং হয়। আমি আজ যা কিছু শিখেছি, সব কিছু শুরু ওই মিউজ়িক ভিডিও থেকে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।