বিনোদন ডেস্ক : কিছুদিন আগে নেটবাসীর রোষানলে পড়েছিল প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি শিশুশিল্পী সিমরিন লুবাবা। কাঁচা বয়সে পাকা পাকা কথা বলায় লুবাবা সম্পর্কে বলা হয়, সে অল্প বয়সে পেকে গেছে। তা নিয়ে কত কিছুই না হয়ে গেল।
এবার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি সম্পর্কে একই কথা বললেন একসময়ের ভয়ংকর খল অভিনেতা এবং প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। যাকে সবাই বাংলা চলচ্চিত্রের ‘মুভি লর্ড’ হিসেবে চেনেন।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ডিপজল বলেন, ‘যা অল্পতে পেকে যায় সেটাতে হয়তো পচন ধরে অথবা তা খাওয়া যায় না। দীঘিও অল্প বয়সে পেকে গেছে। ও তো এখন লাইনে নাই। ওকে নায়িকা বানাবো আমরা। কারণ, ও আমাদের ঘরের মেয়ে। কিন্তু তা না করে যা ইচ্ছা তাই করছে।’
ডিপজল আরও বলেন, ‘দীঘির আমার এইখানে আসা উচিত ছিল। আমাকে বলতে পারতো চাচ্চু আপনার ঘরে কাজ করবো। আমি তো আর টাকা কম দিতাম না।’
তবে শুধু দীঘির অল্প বয়সে পেকে যাওয়ার কথাই বললেন না ডিপজল, সঙ্গে দিলেন সুখবর। এই অভিনেতা-প্রযোজক জানান, তিনি দীঘিকে নিয়ে শিগগিরই নতুন একটি সিনেমা বানাবেন।
ডিপজল বলেন, ‘দীঘির এখনো সময় আছে। সেদিন ওকে দেখলাম, ও আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। এটা যদি ধরে রাখে তাহলে ওর ওপর বাংলাদেশে অভিনেত্রী থাকবে না। খুব তাড়াতাড়ি দীঘি আর ওর বাবাকে ডাকব নতুন সিনেমা নিয়ে আলাপ করতে।’
২০০৬ সালে শিশুশিল্পী হিসেবে অভিনয় যাত্রা শুরু হয়েছিল দীঘির। শিশুশিল্পী হিসেব করেছেন দেড় ডজন সিনেমা। এর মধ্যে ‘চাচ্চু’, ‘দাদিমা’ ও ‘ছোট্ট সংসার’ সিনেমাগুলোতে তিনি কাজ করেছেন ডিপজলের সঙ্গে। সেই থেকে দীঘি ও ডিপজলের মধ্যে চাচা-ভাতিজি সম্পর্ক।
সেই ডিপজল কেন দীঘিকে বললেন যে, সে ‘অল্প বয়সে পেকে’ গেছে? সম্প্রতি ২১ বছর বয়সী দীঘির সঙ্গে এক যুবকের কয়েকটি ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। যা নিয়ে চর্চা কম হয়নি। যদিও দীঘির দাবি, ওই যুবক তার শুধুই বন্ধু।
সেসব খবর দেখেই কি তবে দীঘিকে ‘অল্প বয়সে পেকে গেছে’ বললেন ডিপজল? তা অবশ্য পরিষ্কার করেননি এই ‘মুভি লর্ড’। আপাতত তিনি দীঘি এবং তার বাবা অভিনেতা সুব্রতকে ডেকে নিয়ে কোন নতুন সিনেমার সুখবর দেন, সেটাই দেখার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।