বিনোদন ডেস্ক : পুজোয় কেমন সাজলেন মিঠাই? সে ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। সুন্দর নীল রঙের শাড়িতে পোজ দিয়েছেন সৌমিতৃষা। সৌমতৃষার ছবি একবার দেখে মন ভরবে না আপনার।
মিঠাই রানির জনপ্রিয়তার কথা তাঁর দর্শকদের নতুন করে বলে দিতে হবে না। এই মিঠাই সুন্দরী সবার কাছে এতটাই প্রিয়। তাঁর হাসিখুশি এই মুখ সব সময় মাতিয়ে রাখে টেলিভিশিনের দর্শকদের। শুধুই সৌমিতৃষা তথা মিঠাইয়ের এই মিষ্টি সৌন্দর্যের সাক্ষী থাকবেন বলে অনেকে ধারাবাহিকটি দেখেন। তাঁর সাবলীল অভিনয়ের জন্য খুব অল্প সময়েই সবার প্রিয় হয়ে উঠেছেন সৌমিতৃষা।
তবে শুধুই তাঁর অভিনয় দক্ষতা নয়, বরং মিঠাইয়ের স্টাইলিংয়েরও কিন্তু প্রশংসা করতেই হয়। কেন বলছি এমন কথা? কারণ, দুর্গাপুজোয় এই মিঠাই রানি এক একটি লুক শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীরা ভরিয়ে দিচ্ছেন ভালোবাসায়। শাড়ি পরে খুবই সুন্দর দেখাচ্ছে সৌমিতৃষাকে। প্রমাণ করছেন, স্টাইলিং সম্পর্কে কতটা ওয়াকিবহাল এই অভিনেত্রী।
আজ আমরা সৌমিতৃষার নীল শাড়ি পরা দুটি লুক বেছে নিয়েছি। নীলের এক একটি শেডে সৌমিতৃষাকে এক একরকম লাগছে। কোনওটায় একটু বেশি সুন্দর লাগছে, কোনওটায় লাগছে চমৎকার। কিন্তু সৌমিতৃষাকে নীল রঙে যে কতটা সুন্দর দেখাতে পারে, তার ঝলক দেখতে পেয়েছি আমরা।
রয়্যাল ব্লু-তে ভীষণ সেক্সি একটি লুক ক্যারি করেছেন তিনি। আবার সামান্য সাবেকি ছোঁয়ায় অন্য একটি লুক সবার মন জয় করেছে। সৌমিতৃষা সপ্তমীর সাজের জন্য অসাধারণ একটি শাড়ি বেছে নিয়েছিলেন। দুর্দান্ত দেখাচ্ছিল অভিনেত্রীকে। একটি রয়্যাল ব্লু রঙের শাড়ি পরেছিলেন সৌমিতৃষা। সি থ্রু এই শাড়িটি ট্রান্সপারেন্ট ফ্যাব্রিকে তৈর করা হয়েছিল। শাড়িটি তাঁর লুকে বোল্ড টাচ দিয়েছিল।
বেশ বেশ ভালো দেখাচ্ছিল সবার প্রিয় মিঠাই রানিকে। এই শাড়ির উপর ভারী কাজ করা ছিল না। শুধুই সোনালি জরির ছোট ছোট মোটিফ ফুটিয়ে তোলা হয়েছিল এই শাড়িতে। যা শাড়িটিকে একটি এলিগেন্ট টাচও দিয়েছিল। এর সঙ্গে একটি গোল্ডেন শিমারি ব্লাউজ পরেছিলেন অভিনেত্রী। হল্টার নেকলাইনের ব্লাউজে ছিল কাট অফ স্লিভ ডিটেলিং। সপ্তমীর সন্ধ্যায় একটি বোল্ড লুক ক্যারি করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি।
পঞ্চমীতেও নীলের বিশেষ শেডের শাড়ি বেছে নিয়েছিলেন সৌমিতৃষা। এটিও ট্রান্সপারেন্ট ফ্যাব্রিকে তৈরি ছিল। দারুণভাবে এই শাড়িটি ক্যারি করেছিলেন ছোট পর্দার এই অভিনেত্রী। নীল রঙের এই ট্রান্সপারেন্ট শাড়ির উপর সোনালি জরির বিশেষ মোটিফ নজর কাড়ছিল। গোল্ডেন বর্ডার শাড়ির সৌন্দর্য বাড়িয়েছিল। এর সঙ্গে সুন্দর ব্লাউজও পরেছিলেন সৌমিতৃষা।
একটি গোলাপি রঙের এলবো স্লিভ ব্লাউজ নীল শাড়ির সঙ্গে পরেছিলেন সৌমিতৃষা। যা তাঁর লুকে কনট্রাস্ট ডিটেলিং যোগ করেছিল। গোলাপি রঙের এই ব্লাউজে ডিপ নেকলাইনও ছিল। খুব ভালো দেখাচ্ছিল তাঁকে। আলাদা করে নজর কাড়ছিল তাঁর দুর্গামোটিফের নেকপিসটি।
খোলা আকাশের নীচে খুনসুটি মাতলো দুই টিয়া পাখি, তুমুল ভাইরাল ভিডিও
ডান হাতে গোলাপি চুড়ি পরেছিলেন সৌমিতৃষা। এত উজ্জ্বল রঙের ভীষণ ঝলমলে লাগছিল মিঠাই রানিকে। খোলা চুল ও সুন্দর মেকআপে সৌমিতৃষার লুক ছিল দেখার মতো। কোনওভাবেই তাঁর দিক থেকে চোখ ফেরানো যাবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।