বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট ব্যবহারকারীদের মধ্যে এতদিন জনপ্রিয়তার শীর্ষে ছিলো মার্কিন যুক্তরাষ্ট্রের চ্যাটজিপিটি। তবে সম্প্রতি চীনের ডিপসিক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হওয়ার পর বহু হিসাব নিকাশ বদলে গেছে। সারাবিশ্ব তো বটেই খোদ যুক্তরাষ্ট্রেও জনপ্রিয়তার শীর্ষে উঠে গেছে ডিপসিক।
ডিপসিক একটি ফ্রি এআই অ্যাসিস্ট্যান্ট যা গত সপ্তাহে উন্মোচন করে তথ্য প্রযুক্তিতে এগিয়ে থাকা এশিয়ার শক্তিশালী দেশ চীন।
ডিপসিকের সহ-প্রতিষ্ঠাতা তথ্য ও প্রযুক্তি বিষয়ে গ্র্যাজুয়েট করা ৪০ বছর বয়সী চীনা নাগরিক লিয়াং ওয়েনফেং। নিজের প্রতিষ্ঠিত একটি ফান্ডের অর্থ ব্যবহার করে ডিপসিক তৈরি করেন তিনি।
লিয়াংয়ের ডিপসিক বিভিন্ন এআই পরিসেবার মধ্যে তুলনামূলক কম ডাটা খরচ করে অধিক কার্যকর ফলাফল দিতে সক্ষম। যেকারণে বাজারে আসার কিছুদিনের মধ্যেই চ্যাটজিপিটির জনপ্রিয়তাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে।
আপনিও কি বিনামূল্যে সর্বাধুনিক এআই প্রযুক্তির ছোঁয়া জীবনে কাজে লাগাতে চান? তবে জেনে নিন কীভাবে ব্যবহার করবেন ডিপসিক মডেলটি।
ডিপসিক কীভাবে ব্যবহার করবেন?
ডিপসিক দুইভাবে ব্যবহার করা যায়।
১. সরাসরি ব্রাউজারের মাধ্যমে।
২. অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে।
গুগলে প্রথমে ডিপসিক লিখে সার্চ করুন। ডিপসিকের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। মূল লিংকে ক্লিক করলে দুটি অপশন পাবেন।
সরাসরি ব্রাউজারের মাধ্যমে ডিপসিক ব্যবহার করতে চাইলে স্টর্ট নাও (Start Now) অপশনে ক্লিক করুন। আর যদি অ্যাড ডাউনলোড করতে চান তাহলে গেট ডিপসিক অ্যাপ (Get DeepSeek App) অপশনে ক্লিক করুন। আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। সেখান থেকে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করে নিন। মোবাইলে অ্যাপটি ইনস্টল হয়ে গেলে লগ ইন করুন।
আরও পড়ুন: আইফোনের পেছনের লোগোও একটি গোপন বাটন, করা যায় যেসব কাজ
অ্যাপটি মোবাইলে ইনস্টল করতে না চাইলে ওয়েবসাইট থেকেই স্টার্ট নাও অপশন যান। সেখানে লগ ইন অপশন পাবেন।
এখানে ফোন নম্বর অথবা ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন। আর যদি আপনার ফোন অথচা পিসিতে ইমেইল লগ ইন করা থাকে তাহলে আরও অত ঝামেলারও প্রয়োজন নাই। নিচে লগ ইন উইথ গুগল অপশন বেছে নিন।
যে ইমেইল আইডি দিয়ে লগ ইন করতে চান সেটি সিলেক্ট করুন। এরপর কনটিনিউ ক্লিক করে ঢুকে পড়ুন ডিপসিকে।
এখানে ডিপসিকের এআই অ্যাসিস্ট্যান্টকে মেসেজ পাঠাতে পারেন। বন্ধুদের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে যেভাবে কথা বলেন ঠিক সেভাবেই ডিপসিকের এআই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে আলাপ চালিয়ে বিভিন্ন বিষয় সহজে জেনে নিতে পারেন।
মূর্তি-দালান না ভেঙে শত্রুর শক্তির বিপরীতে চিন্তা-শক্তি গড়ে তোলা উচিত : মাহফুজ
ডিপসিকের সঙ্গে আলাপ চালিয়ে যেতে বিভিন্ন ফাইল, ছবি শেয়ার করার ফিচার রয়েছে। দ্রুত কিছু খুঁজে পেতে রয়েছে সার্চ বাটন অপশনটিও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।