আন্তর্জাতিক ডেস্ক : হরিণের তো আর ডানা নেই যে উড়ে বেড়াবে। তারপরও তিনটি হরিণকে আকাশে উড়তে দেখা গেল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউটাহর ডিভিশন অব ওয়াইল্ডলাইফ রিসোর্সেস (ডিডব্লিউআর) এরকম একটি ভিডিও শেয়ার করেছে। চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ইউটাহতে কিছু হরিণকে হেলিকপ্টারে করে সরানো হয়।
ইউটাহর বন্যাপ্রাণী সম্পদ বিভাগ কর্তৃক প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, একটি হেলিকপ্টার আকাশে উড়ছে। আর সেই কপ্টার থেকে একটি মোটা দড়ি নিচে ঝুলছে। দড়িতে আবার তিনটি ভাগে তিনটি হরিণকে চারিদিক থেকে বিশেষভাবে ঘিরে উড়িয়ে আনা হচ্ছে। তারাও হেলিকপ্টারে ঝুলে আকাশপথে উড়ছে। এভাবেই তাদের একটি প্রান্তরে নিয়ে আসা হয়। তারপর মাটিতে নামানো হয়।
সেখানে নামানোর পর তাদের শরীরে জড়ানো বিশেষ সুরক্ষা চাদর খুলে দেন বনকর্মীরা। মুক্ত হয়েই হরিণরা গা ঝাড়া দিয়ে সোজা দৌড় মারে প্রকৃতির বুকে। তবে তাদের গলায় একটি কলার লাগানো থাকে। ২০ ডিসেম্বর ভিডিওটি শেয়ার করা হয়েছে। এখন পর্যন্ত ভিডিওটিতে ৫ হাজারের বেশি ভিউ হয়েছে এবং অনেকে লাইক দিয়েছে। সূত্র : হিন্দস্তান টাইমস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।