খালেদা জিয়ার নামে করা মানহানির মামলা খারিজ

Khaleda Zia

জুমবাংলা ডেস্ক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামে নড়াইল আদালতে করা মানহানির মামলা খারিজ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জুয়েল রানা এই আদেশ দেন।

নড়াইল বারের সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন সিকদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মামলাটি করেছিলেন কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের আশিক বিল্লাহ।

মামলা সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে ২০১৫ সালের ২১ ডিসেম্বর ঢাকায় এক সভায় বিরূপ মন্তব্য করেন খালেদা জিয়া। সেই অভিযোগ এনে ওই বছরের ২৯ ডিসেম্বর নড়াইল আমলি আদালতে মানহানির অভিযোগ করেন আশিক। আদালত অভিযোগ আমলে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন।

থানা তদন্ত করে ২০১৬ সালের ২৪ আগস্ট অভিযোগের সত্যতা পাওয়া যায় মর্মে প্রতিবেদন দাখিল করে। তবে মামলার নির্ধারিত দিনে দীর্ঘদিন ধরে বাদীপক্ষ আদালতে হাজির না হওয়ায় বিচারক মামলাটি খারিজ করে দেন।