বিনোদন ডেস্ক : চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ ছবির শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের গুরুতর অভিযোগ আনেন রহমত উল্লাহ নামে ছবিটির প্রযোজক।
এসব অভিযোগ এনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বরাবর অভিযোগ জানান তিনি। পরে তার সঙ্গে মিমাংসার টেবিলেও বসেন শাকিব খান। তবে মিমাংসা হয়নি। শনিবার দিবাগত রাতে জানা গেলওই প্রযোজকের বিরুদ্ধে এবার মানহানি মামলা করতে রাতে গুলশান থানায় হাজির হয়েছেন শাকিব খান।
শাকিব খানের দাবি, রহমত উল্লাহ নামে যিনি ‘অপারেশন অগ্নিপথ’ ছবির প্রযোজক দাবি করছেন তিনি আসলে এ ছবির আসল প্রযোজক নন। ছবিটির আসল প্রযোজকক হচ্ছেন ভারটেক্স মিডিয়ার জানে আলম। যা চুক্তিপত্রেও লিখিত আছে।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে গুলশান থানায় এই নায়ক মামলা করতে উপস্থিত হন। রাত ১২টাতেও থানায় শাকিব খানকে অপেক্ষা করতে দেখা গেছে।
এ সময় শাকিব জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি মিথ্যে। এ কারণে তিনি ভুয়া প্রযোজকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন।
শাকিব খান আরও বলেন, প্রযোজক নামধারী এই প্রতারক যেনো দেশ ছেড়ে পালাতে না পারে সেই কারণে আইনি ব্যবস্থা নিতে থানায় এসেছি। মিথ্যে অভিযোগ সুরাহা না হওয়া পর্যন্ত যেন অন্যায় অভিযোগকারী দেশ ছাড়তে না পারে সেই কারণে এই ব্যবস্থা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।