বিনোদন ডেস্ক : উদ্ভট সব পোশাকের জন্য নিয়মিত তুমুল সমালোনায় পড়েন মডেল উরফি জাভেদ। প্রায়ই উঠে আসেন খবরের শিরোনামে। তবে এমন অদ্ভুত পোশাকে বাস বা মেট্রোর মতো গণপরিবহনে ওঠার কথা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেন না তিনি নিজেও। তবে সেটিই করে দেখাল অন্য এক তরুণী। সম্প্রতি দিল্লি মেট্রোয় উরফির মতোই পোশাকে দেখা গেল এক তরুণীকে।
৩১ মার্চ টুইটারে ভাইরাল হয় একটি ভিডিও। সেখানে দেখা যায়, দিল্লির এক মেট্রোয় কোলে ব্যাগ নিয়েৃ বসে আছেন এক তরুণী। তবে তিনি সিট ছেড়ে উঠতেই দেখা যায় তার পরনে একটি অন্তর্বাস এবং মাইক্রোমিনি স্কার্ট। ভিডিওর ক্যাপশনে লেখা ‘না, ইনি উরফি নন’। ঝড়ের বেগে ছড়িয়ে পড়া এই টুইটে আছড়ে পড়ে প্রচুর মন্তব্য।
অনেকেই ব্যঙ্গ ও কটূক্তি ছুড়ে দিয়েছেন এই তরুণীর উদ্দেশ্যে। নারী স্বাধীনতার অপব্যবহার করছেন ওই তরুণী―এমন মন্তব্য করছেন বেশির ভাগ নেটিজেন। পাশাপাশি অনেকের অভিযোগ, নেহাতই মনোযোগ আকর্ষণের জন্য এমন পোশাক বেছে নিয়েছেন তিনি।
তবে এই বক্তব্যের সম্পূর্ণ বিপরীতে দাঁড়িয়ে দিল্লির ওই তরুণীর সমর্থনেও সুর চড়িয়েছেন অনেকে। অনুমতি না নিয়ে ছবি তোলায় তার গোপনীয়তা ভঙ্গ হয়েছে―এমনই দাবি কিছু নেটিজেনের। পাশাপাশি স্বাধীন দেশে নিজের মনের মতো পোশাক পরার অধিকার সকলেরই রয়েছে―এমনও বক্তব্য কয়েকজনের।
এদিকে সোমবারও এমন দুই তরুণীর ছবি ভাইরাল হয়েছে টুইটারে। দুজনই মেট্রোতে বিকিনি পরে উঠেছিলেন একই রকম কায়দায়। ফলে উরফিকে নকল করার জন্যই ওই তরুণীরা এমন পোশাক বেছে নিচ্ছেন নাকি এ কেবল মনোযোগ আকর্ষণের চেষ্টা, তা এখনো স্পষ্ট নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।