জুমবাংলা ডেস্ক : ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী দিল্লি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। এতে আতঙ্কিত হয়ে পড়েন দিল্লিবাসী। বাড়ি ছেড়ে পথে বেরিয়ে আসেন বহু মানুষ। তবে কম্পনের জেরে ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো প্রকাশ্যে আসেনি।
জানা গেছে, ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বত। তারই রেশ এসে লাগে দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে। দিল্লিতে বেশ কয়েক সেকেন্ড স্থায়ী হয় কম্পন।
শনিবার রাত ৯টা ৩৪ মিনিট নাগাদ দিল্লি কেঁপে ওঠে। আচমকা কাঁপুনিতে আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। দৌড়ে বেরিয়ে আসেন ঘরবাড়ি থেকে খোলা জায়গায়। একটি সূত্রের দাবি, প্রায় ১৮ সেকেন্ড ধরে কেঁপেছে দিল্লির মাটি।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শনিবারই সকাল ৮টা ৩৬ মিনিটে কম্পন অনুভূত হয় জম্মু-কাশ্মীরেও। ভূমিকম্পে হতাহতের কোনো খবর নেই। এর আগে, গত জুলাই মাসে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় কম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে সে বার কম্পনের তীব্রতা ছিল ৪.৯।
জুন মাসে ডোডায় ১২টি কম্পন অনুভূত হয়েছে। গত ১৩ জুন ওই জেলায় কম্পন অনুভূত হয়েছিল। কম্পনের তীব্রতা ছিল ৫.৪। সে বার কম্পনে জেলায় বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা গিয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।