লাইফস্টাইল ডেস্ক : চিকেন শর্মার রেসিপি
উপাদানসমুহ:
১.১চা চামচ চিনি
২.স্বাদ অনুযায়ী নুন
৩.১ টেবিল চামচ+১চা চামচ তেল
পুরের জন্য উপকরন:
১.৪০০গ্রাম চিকেন
২.১/২টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
৩.১চা চামচ জিরে গুঁড়ো
৪.১চা চামচ গরম মশলা গুঁড়ো
৫. ১/২টেবিল চামচ আদা রসুন বাটা
৬.১ টেবিল চামচ জল ঝড়ানো টক দই
৭.১টেবিল চামচ সয়া সস এবং স্বাদ অনুযায়ী নুন
৮.১টেবিল চামচ সাদা তেল
সসের উপকরণ:
১.১/৩ কাপ টক দই
২. ২ টেবিল চামচ মেয়োনিস
৩.২টেবিল চামচ টম্যাটো সস
৪.১চা চামচ সর্ষের পাউডার বা কাসুন্দি
৫.১/২ চা চামচ গোলরিচ গুঁড়ো
৬. স্বাদমত চিনি
৭.স্বাদমত নুন
৮. ১/২চা চামচ লেবুর রস
৯.১/২ কাপ মত ক্যপসিকাম,বাঁধাকপি,গাজর লম্বা সরুকরে কাটতে হবে।
রান্নার নির্দেশ
১.প্রথমে পুরের চিকেন ও বাকি সব পুরের উপকরন মিশিয়ে কমকরে আধঘন্টা রেখে দিতে হবে।আমি ৫ ঘন্ট মত ম্যরিনেট করে রেখেছিলাম।
২.বেসের সব শুকনো উপকরণ ভাল করে মিশিয়ে ১টেবিল চামচ তেল দিয়ে একটু মেখে উষ্ণ জল জল দিয়ে এটা সফ্ট ডো বানাতে হবে।এবার ওপরে ১চা চামচ তেল দিয়ে কবা ঢাকা দিয়ে গরম জায়গায় আধঘন্টা রেস্টে রেখে দিতে হবে।
৩.স্যলাদের সব কিছু কেটে একটা বাটিতে রেখে দিতে হবে।এবার অন্য একটি পাত্রে সসের উপকরণ মিশিয়ে নিতে হবে।এই সসের সাথে স্যলাদের জিনিস মিশিয়ে নিতে হবে।
৪. পুরের চিকেন গুলো প্যনে তেল দিয়ে কম আঁচে লাল করে ভেজে নিতে হবে।ঠান্ডা হয়ে গেলে লম্বা সরু করে কেটে নিতে হবে।
৫. এবার রেস্টে রাখা ময়দা একটু ঠেসে নিয়ে লেচি কেটে রুটির মত বেলে নিতে হবে।খুব পাতলা বা মোটা বেলা চলবে না।এবার গরম তাওয়াই একেকটা রুটি দিয়ে ২মিনিট ঢেকে রাখতে হবে।তারপর ঢাকা খুলে ওপর পিঠ ও একই ভাবে সেঁকে নিতে হবে।খেয়াল রাখতে হবে শর্মার বেস যেন লাল বা বেশী সেঁকা না হয়।
এবার একেকটি বেসের উপর পুরের জন্য তৈরী করা চিকেন টুকরো,স্যলাদ সহ সস দিয়ে ভাল করে চেপে রোল তৈরী করে ফয়েল পেপারে মুড়ে দিতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।