জনপ্রিয় টেকনোলজি ব্র্যান্ড ডেল এক্সপিএস 8960 ব্র্যান্ডের কম্পিউটারটি হঅর থেকে দেখলেই সাদামাটা ডিজাইন মনে হলেও বাস্তবে এটি একটি পাওয়ার হাউসের সমান। এখানে ইন্টেল এর চিপসেট এবং এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে।
ডেল ব্র্যান্ডের এই কম্পিউটারটি যথেষ্ট শক্তিশালী। এটির বিল্ড কোয়ালিটি প্রশংসার দাবি রাখে। ডিভাইসটির থার্মাল পারফরম্যান্স বেশ সন্তোষজনক। পরবর্তী সময়ে আপডেটের জন্য যথেষ্ট সুযোগ রাখা হয়েছে। ডেলের কম্পিউটারের সবথেকে ইতিবাচক ফিচার হচ্ছে এগুলিই।
তবে ডিভাইসের কিছু নেতিবাচক দিক রয়েছে। যখন ভারী কাজ করা হবে ফ্যান থেকে নয়েজ শোনা যাবে। আর দাম অতিরিক্ত বেশি হওয়ায় মাঝারি বাজেটে কেনা সম্ভব নয়। এখানে যে এসএসডি ব্যবহার করা হয়েছে তার রিড এবং রাইট স্পিড হচ্ছে যথাক্রমে ৭১২৫ মেগাবাইট পার সেকেন্ড এবং ৬১৪০ মেগাবাইট পার সেকেন্ড।
ইন্টেলের ১৩ তম জেনারেশনের প্রসেসর ব্যবহার করা হয়েছে কম্পিউটারটিতে। DDR5 এর ১৬ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে ডিভাইসটিতে। কম্পিউটারের পাওয়ার সাপ্লাই হচ্ছে ৭৫০ ওয়াট বিশিষ্ট।
আপনি এটাকে গেমিং পিসি বললেও ভুল হবে না। ৪০৮০ অথবা ৪০৯০ সিরিজের গ্রাফিক্স কার্ড ব্যবহার করার সুযোগ রাখা হয়েছে। দুই টেরাবাইট পর্যন্ত স্টোরেজ ব্যবহারের সুযোগ রয়েছে। তাছাড়া ব্লুটুথ 5.0, লিকুইড কুলিং সিস্টেম এবং আলাদাভাবে হার্ডডিস্ক ব্যবহারের সুযোগ রয়েছে।
তিনটি ডিসপ্লে পোর্ট ও একটি এইচডিএমআই পোর্ট যোগ করা হয়েছে কম্পিউটারটিতে। দশটি ইউএসবি পোর্ট সহ হেডফোন জ্যাক ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। ডিভাইসের দাম শুরু ২৮৫০ মার্কিন ডলার থেকে। এটি কম্প্যাক্ট ডিভাইস হওয়ায় সহজে বহন করে নিয়ে যাওয়া যাবে।
ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে ডেল কোন আপোষ করেনি। এটির সিঙ্গেল কোর পারফরম্যান্স ২৫৭৯ এবং মাল্টিকোর পারফরমেন্স ১৬৩৩১। এ কম্পিউটার দিয়ে যেকোনো গেম আপনি অনায়াসে খেলতে পারবেন। পাশাপাশি ডিভাইসটি যে কোন ধরনের ভারী কাজ হ্যান্ডেল করতে সক্ষম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।