জুমবাংলা ডেস্ক : জুলাই আন্দোলনের সময় গণহত্যায় জড়িত থাকার অভিযোগ এনে সাভার উপজেলার বর্তমান সহকারী কমিশনার (ভূমি) এসএম রাসেল ইসলামকে পদ থেকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির সাভার থানার প্রতিনিধিরা।
রবিবার (১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানান তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাভার উপজেলার বর্তমান এসি ল্যান্ড এসএম রাসেল ইসলাম, জুলাই আন্দোলনে স্বৈরাচারী হাসিনার নির্দেশে ছাত্র জনতার ওপর সরাসরি হামলার প্রত্যক্ষ মদদদাতা। কিন্ত অত্যন্ত পরিতাপের বিষয় যে, গণহত্যায় জড়িত এরকম একজন অপরাধী ব্যক্তি গ্রেপ্তার না হয়ে এখনো তার স্বপদে বহাল আছেন। যা শহীদদের রক্তের সাথে অবমাননা ও ধৃষ্টতা। অথচ তার খুনের দায়ে এখন সে জেলে থাকার কথা, গণঅভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া সরকারের উচিৎ ছিলো এসকল অপরাধীদের শাস্তি নিশ্চিত করা।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সাভারের সকল শহীদদের পরিবার, আন্দোলনকারী ও বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের এই দোসরকে কোনো প্রশাসনিক পদে দেখতে চায় না। জাতীয় নাগরিক কমিটি, সাভার শাখাও জনগণের দাবির সাথে সম্পূর্ণ একমত।’
অবিলম্বে এ অপরাধী এসি ল্যান্ডকে গ্রেপ্তার করে পদ থেকে অপসারণ করতে হবে বলেও এই সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।