আন্তর্জাতিক ডেস্ক : বিজেপির সাবেক (সাসপেন্ডেড) মুখপাত্র নূপুর শর্মা এবং বহিষ্কৃত মুখপাত্র নবীন জিন্দলের আপত্তিকর মন্তব্য নিয়ে এ বার প্রতিবাদ জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনাকে তীব্র ধিক্কার জানিয়ে টুইটারে দোষীদের গ্রেফতারির দাবি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি জনগণের বৃহত্তর স্বার্থে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে এক টুইট বার্তায় এ দাবি করেন মমতা।
সম্প্রতি বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এক টেলিভিশন অনুষ্ঠানে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা (রা.) কে নিয়ে কটূক্তি করেন। এর সমর্থনে টুইট করেন দলটির দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল।
নূপুরের অবমাননাকর মন্তব্যের জেরে মুসলিম বিশ্বের একাধিক দেশ ভারতের বিরুদ্ধে বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছে। কয়েকটি দেশ ভারতের রাষ্ট্রদূতকে তলবও করেছে। এবার অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানালেন মমতা।
টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আমি বিজেপির কিছু সর্বনাশা, দায়িত্বজ্ঞানহীন নেতা-নেত্রীর সাম্প্রতিক জঘন্য, প্ররোচনামূলক, বিভেদমূলক ও ঘৃণাসর্বস্ব মন্তব্যের তীব্র নিন্দা করছি। এমন মন্তব্য ও আচরণের ফলে শুধু হিংসাই ছড়ায় না, দেশের মন বিভক্ত হয়, দেশের শান্তি ও সংহতিও নষ্ট হয়।’
মমতা আরও লেখেন, ‘আমি জোরালোভাবে দাবি করছি, দেশের ধর্মনিরপেক্ষ ঐতিহ্য ও ঐক্য রক্ষার স্বার্থে এবং সর্বসাধারণের মানসিক শান্তির প্রয়োজনে বিজেপির অভিযুক্ত নেতা-নেত্রীদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।