বাবরসহ পুরো পাকিস্তান দলকে পদত্যাগের দাবি

পাকিস্তান দল

স্পোর্টস ডেস্ক : সবশেষ এশিয়া কাপের সময় বাবর আজমের নামে মামলা করার হুমকি দিয়েছিলেন। এবার ওয়ানডে বিশ্বকাপে টানা তিন ম্যাচে হারা পাকিস্তানের পুরো দলের পদত্যাগে আন্দোলন করার হুমকি দিলেন পাকিস্তানের আলোচিত অভিনেত্রী সেহর শিনওয়ারি।

পাকিস্তান দল

বিশ্বকাপের চলতি আসরে প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলংকার বিপক্ষে জিতেছিল পাকিস্তান। প্রিয় দলের এমন জয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখেছিলেন অভিনেত্রী সেহর শিনওয়ারি। তবে এরপর টানা তিন ম্যাচে ভারত, অস্ট্রেলিয়া ও সবশেষ আফগানিস্তানের বিপক্ষে হারে সেমিতে খেলার স্বপ্নে কিছুটা ভাটাই পড়ে তাদের।

সোমবার (২৩ অক্টোবর) চেন্নাইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮২ রান করে পাকিস্তান। জবাবে খেলতে নেমে ৪৯ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। এতে অষ্টমবারের মুখোমুখি দেখায় পাকিস্তানের বিপক্ষে প্রথম কোনো ওয়ানডে ম্যাচে জয়ের স্বাদ পেল এশিয়ার উঠতি দলটি।

অবশ্য আফগানিস্তানের বিপক্ষে হারার আগেই পাকিস্তান দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন সেহর শিনওয়ারি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটারে) তিনি পুরো পাকিস্তান দলকে পদত্যাগের দাবি জানান পাকিস্তানের এই অভিনেত্রী।

পরিণীতি চোপড়া ব্যাংকের চাকরি হারিয়েও এখন ১০০ কোটির সম্পদের মালিক

পাকিস্তানের জনপ্রিয় এই অভিনেত্রী টুইট বার্তায় লেখেন- বাবর আজমসহ পুরো ক্রিকেট দল পদত্যাগ না করা পর্যন্ত আমরা পাকিস্তানের প্রতিটি রাস্তায় প্রতিবাদ করব।