জুমবাংলা ডেস্ক : ইউরোপীয় সকল কনস্যুলেট ও এম্বাসি কার্যক্রম যেন বাংলাদেশেই সম্পন্ন করা যায়, ভিসার জন্য নাগরিকদের অন্য দেশে যেন যেতে না হয় এমন দাবি জানিয়েছে ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ।
এতে, ইউরোপের দেশগুলোতে বেশি সংখ্যক বাংলাদেশী যেতে পারবে এবং দেশের রেমিট্যান্সও বৃদ্ধি পাবে বলে দাবি করা হয়। বুধবার (১৩ নভেম্বর) সকালে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটির এক সংবাদ সম্মেলনে এমনটি জানানো হয়।
ভিসা প্রত্যাশীরা জানান, বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা বাড়ছে। কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে ইউরোপের সব দেশে, বাংলাদেশের অবস্থানকে আরো শক্তিশালী করা সম্ভব।
তারা আরও জানান, দেশে ইউরোপীয় কনস্যুলেট এবং এম্বাসি কার্যক্রম চালু করা গেলে, নাগরিকদের ইউরোপে প্রবেশের প্রক্রিয়া, ভিসা ও অন্যান্য সেবা আরও সহজ হবে এবং ইউরোপ গমনে খরচ কমবে। বিভিন্ন দেশের কার্যক্রম সম্পর্কে সঠিক ও নির্ভুল তথ্য পাওয়া, স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির সুযোগ বৃদ্ধি সহ নানা সুবিধার কথা তুলে ধরেন ভিসা প্রত্যাশীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।