সাইফুল ইসলাম : বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২তম থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জটিলতা দ্রুত নিরসন ও পদোন্নতির গেজেট (জিও) প্রকাশের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) সকালে মানিকগঞ্জ প্রেসক্লাবে “মানিকগঞ্জ জেলা ইউনিট বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ”-এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ঘিওর সরকারি কলেজের প্রভাষক তাপসী রাবিয়া মারজান। এ সময় সংগঠনের জেলা আহ্বায়ক জয়নুল আবেদীন শোয়াইব, প্রভাষক তোফাজ্জল হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষা ক্যাডারের প্রভাষকরা পদোন্নতি বঞ্চনার শিকার হচ্ছেন। পদোন্নতির সব যোগ্যতা, সময়কাল ও প্রশাসনিক অনুমোদন পূর্ণ হওয়া সত্ত্বেও গেজেট প্রকাশ না হওয়ায় তারা ন্যায্য প্রাপ্যতা থেকে বঞ্চিত হচ্ছেন।
তারা আরও বলেন, একই ব্যাচের কর্মকর্তারা অন্যান্য ক্যাডারে পদোন্নতি পেলেও শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা এখনও অপেক্ষারত, যা চরম অন্যায় ও হতাশাজনক। বক্তারা অবিলম্বে পদোন্নতির গেজেট প্রকাশের দাবি জানান।
মানববন্ধনে জেলার বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকরা অংশ নেন। তারা সতর্ক করে বলেন, ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে “No Promotion, No Work” কর্মসূচিসহ আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



