সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (০২ অক্টোবর) বেলা ১২ টার দিকে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে গিয়ে সমবেত হয় শিক্ষার্থীরা।
এ সময় ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ‘বদর যুদ্ধের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘ইসলামের শত্রুরা, হুশিয়ার সাবধান’, ‘রামগিরির দুই গালে, জুতা মারো তালে তালে’ সহ নানা স্লোগান দেন শিক্ষার্থীরা।
শিক্ষকার্থীরা তাদের বক্তব্যে, মহানবী (সা.) কে নিয়ে কটুক্তিকারী ওই পুরোহিত ও বিজেপি নেতাকে দ্রুত গ্রেফতারের মাধ্যমে শাস্তির দাবি জানান।
এরপর মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়।
এর আগে, গত আগস্ট মাসে রাসুল (সা.)-কে নিয়ে কটূক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাঁকে সমর্থন দেন বিজেপির বিধায়ক নীতেশ নারায়ণ রানে। এ দুজনের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো রাজ্য সরকার তাঁদের গ্রেপ্তার করেনি। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছে মহারাষ্ট্রের মুসলিম জনতা। তাঁরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। মহানবী (সা.)-কে অবমাননাকারীদের গ্রেপ্তার করে সঠিক বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।