জুমবাংলা ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত প্রহসনমূলক সব মামলা নিঃশর্ত প্রত্যাহার ও পতিত স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনার ফাঁসির দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পদবঞ্চিত নেতারা।
শুক্রবার বিকালে নাইটেংগেল মোড় থেকে শুরু করে ফকিরাপুল হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ শেষ হয়।
এতে ছাত্রদের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মারজুক আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক যুগ্ম সম্পাদক মামুন খান, জহিরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন নান্নু, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান নওশেদ, আরিফুর ইসলাম, মনিরুল ইসলাম, নজরুল ইসলাম রাঢ়ি, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদ রনি হাওলাদার, সাবেক কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক সাকিব সরদার, সাবেক সহ-অর্থ সম্পাদক- রিয়াদ আহমেদ, সাবেক সদস্য আজাহারুল ইসলাম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন পিয়াস।
এছাড়া আরও বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদখ শাহাদাত হোসেন নাঈম, তিতুমীর কলেজ সাবেক সহ-সভাপতি গোলাম কিবরিয়া শাওন, মহিউদ্দিন আলম, হাসান শিকদার, যুগ্ম সম্পাদক-সাইফুর রহমান নিশাত, মো: শাহ আলম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন রাসেল, ইঞ্জি. নওয়াজিস ইসলাম, ইমদাদুল হক মিলন, কাজী সাইমুম মহানগর পূর্ব ছাত্রদলের পলাশ সাহা, মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাজিদ হাসান সুমন, সদস্য-মেহেরাব হোসেন অভি প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।