জুমবাংলা ডেস্ক : বছরের পর বছর মামলা ঝুলিয়ে রেখে গ্রামীণফোনে নিয়োজিত কর্মীদের বেতন ভাতা বন্ধ করে রাখায় বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী প্রামীণফোনের কর্মচারীরা।
সোমবার (১২ আগস্ট) রাজধানীর ভাটারায় বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত জিপি হাউজের সামনে এই বিক্ষোভ সমাবেশ করেন তারা।
গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট রাসুলুল আমিন মুরাদ বলেন, ‘গ্রামীণফোন কর্তৃপক্ষের বেআইনি ছাটাই, অসৎ শ্রম আচরণসহ সব অবৈধ ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত ও বেআইনি ছাটাইয়ের শিকার ২০২ জন কর্মীকে তাদের স্বীয় কর্মে পুনর্বহালের ব্যবস্থা গ্রহণ ও নির্দেশনা দেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’
সমাবেশে বক্তারা জানান, ২০১২ সালের ২৪ জুলাই শুধুমাত্র ট্রেড ইউনিয়ন আবেদন করার অপরাধে ২১৩ জন কর্মীকে বেআইনিভাবে কোনোরকম আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়ে সরাসরি চাকরিচ্যুত করেছিল গ্রামীণফোন লিঃ। তাদের মধ্যে ২২ জন কর্মী এই অন্যায় ও বৈষম্যের প্রতি মাথানত না করে আপোসহীন থেকে বিগত ১৩ বছর ধরে আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিভিন্ন আদালতে আইনি যুদ্ধ চালিয়ে আসছেন। অপরদিকে অপারেটরটি বিগত সরকারের সঙ্গে আঁতাত করে বছরের পর বছর ধরে আইনের প্রক্রিয়াগুলোকে সুকৌশলে প্রলম্বিত করছে বলে দাবি করেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিকেশন সেক্রেটারি আদিবা জেরিন চৌধুরীসহ ইউনিয়নের নেতা আজাহার ইসলাম, শাহরীয়ার মুরতুজা, শাহজাহান শাহ আসাদুজ্জামান ও হাবিবুর রহমান।
গ্রামীণফোন জানায়, ‘গ্রামীণফোনের প্রাক্তন কয়েকজন কর্মী কিছু দাবি নিয়ে এখানে এসেছিলেন। গ্রামীণফোন দেশের সকল আইন মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে। তাদের দাবির বিষয়গুলো আদালতে বিচারাধীন আছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।