আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে স্থানীয় সময় শনিবার দুপুরে লন্ডনে বিক্ষোভ শুরু হয়েছে। নানা শঙ্কা ও আশঙ্কাকে পাশ কাটিয়ে এই কর্মসূচিতে কয়েক লাখ মানুষ অংশ নিয়েছেন। বিক্ষোভের এক পর্যায়ে ফিলিস্তিনি সমর্থনের বিরুদ্ধে এক গ্রুপ পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু করে। ওই ঘটনায় ৮২ জনকে আটক করেছে লন্ডন পুলিশ।
সরেজমিন ঘুরে দেখা যায়, আজ শনিবার সকাল থেকেই লন্ডনের অনেক ট্রেন ও টিউব চলাচল বন্ধ ছিল। তারপরও ষ্টেশন ও রাস্তায় সকাল থেকেই ছিল উপচে পড়া মানুষের ভীড়। লন্ডনের বাইরের বিভিন্ন শহর থেকেও বাস,কার ও ট্যাক্সি নিয়েও মানুষ সেন্ট্রাল লন্ডনের দিকে জড়ো হতে থাকে সকাল থেকেই।
এ বিক্ষোভকে লন্ডনের স্মরনকালের বিক্ষোভ বলে অভিহিত করেছেন আগতরা। বিক্ষোভকারীরা ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানের পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। তারা বলেন, গাজা পরিস্থিতিকে উত্তপ্ত করার জন্য তার কিছু মন্তব্য দায়ী।
অন্যদিকে উগ্র ডানপন্থীদের একটি দল ফিলিস্তিনি মানুষের স্বপক্ষের বিরুদ্ধে পাল্টা বিক্ষোভ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে পালটা বিক্ষোভকারীরা। সেসময় ব্রিটেনে বর্নবাদী আচরনে অভিযুক্ত দল ইডিএলের প্রতিষ্টাতা টমি রবিনসনকে তার সমর্থকদের নেতৃত্ব দিতে দেখা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আশি জনের বেশি পাল্টা বিক্ষোভকারীকে পুলিশ আটক করেছে।
প্যালেষ্টাইন সলিডারিটি ক্যাম্পেইন,ফ্রেন্ডস অব আল-আকসা, মুসলিম এসোসিয়েশন অব ব্রিটেন,স্টপ দি ওয়ার কোয়ালিশন, প্যালেস্টাইন ফোরাম ইন ব্রিটেন সহ বেশ কয়েকটি সংগঠনের আহব্বানে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
গাজায় সংঘাত শুরুর পর থেকে প্রতি শনিবারে লন্ডনে বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিদের সমর্থক বিভিন্ন সংগঠন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।