চলতি মাসের ১৭ দিনে ডেঙ্গুতে ১০০ জনের মৃত্যু

DENGUE

জুমবাংলা ডেস্ক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ১৭ দিনে ডেঙ্গুতে ১০০ জনের মৃত্যু হলো। অক্টোবরে ডেঙ্গুতে ১৩৫ জন মারা যান। রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

DENGUE

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বর নিয়ে সারা দেশের হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৩৮৯ জন, যা একদিনে এ বছরের মধ্যে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। এর আগে ৫ নভেম্বর ১ হাজার ৩৭০ জনের ভর্তির তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ৯৮৪ জনে। এছাড়া চলতি বছরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে সাতজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। বাকি একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। আক্রান্তদের মধ্যে ২০৯ জন ঢাকা উত্তর সিটির ও ১৪৬ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার। এছাড়া ঢাকা বিভাগে ৪১২ জন, চট্টগ্রাম বিভাগে ১৭২, বরিশাল বিভাগে ১২৩, খুলনা বিভাগে ১৫৯, ময়মনসিংহ বিভাগে ৪৪, রাজশাহী বিভাগে ৯৬, রংপুর বিভাগে ১৯ এবং সিলেট বিভাগে ৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছরের এক জানুয়ারি থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৯ হাজার ৯৮৪ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ৪১৫ জনের মধ্যে ৫০ দশমিক ১০ শতাংশ নারী এবং ৪৯ দশমিক ৯০ শতাংশ পুরুষ।