জুমবাংলা ডেস্ক : রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা বিভাগে তাপপ্রবাহ বৃদ্ধির কারণে আরও তিন দিন এই চার অঞ্চলে হিট এলার্ট অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (৪ এপ্রিল) আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
এছাড়াও বরিশাল বিভাগেও তাপমাত্রা বাড়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
এ বিষয়ে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, এপ্রিল মাস সবচেয়ে উঞ্চতম মাস হওয়ায় এমন আবহাওয়ায় স্বাভাবিক।
এদিকে সকাল ৯টায় দেয়া আবহাওয়ার পূর্বাভাস বলছে, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
ফিলিস্তিনের প্রেসিডেন্টকে পাঠানো চিঠিতে যা বলেছেন শেখ হাসিনা
সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এই সময়ে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।