বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার আইনজীবী বিএনপি নেতা ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। এজন্য আমাদের সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শুক্রবার (১ আগস্ট) রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার গোপলনগর এলাকায় গণসংযোগ শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, দীর্ঘ সময় শেখ হাসিনার শাসনামলে বিএনপির নেতাকর্মীরা অনেক কষ্ট সহ্য করেছেন।
অনেককে গুম করা হয়েছে, মিথ্যা হামলা-মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে, লাখ লাখ নেতাকর্মী জেল খেটেছেন। শেখ হাসিনা আমাদের সব গণতান্ত্রিক অধিকার হরণ করেছেন।
আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। ১৭ বছরের আওয়ামী শাসনের দাসত্ব থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছে। দেশের ছাত্রজনতা ফ্যাসিস্ট হাসিনাকে প্রত্যাখ্যান করেছে।
তিনি উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি ও বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশের জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ৩১ দফা ঘোষণা করেছেন।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের পর কুমিল্লা সীমান্তে মাদক কারবারির সংখ্যা বেড়ে গেছে। এতে যুব সমাজ নষ্টের দিকে যাচ্ছে।
মাদক ব্যবসার সঙ্গে কিছু অসাধু রাজনৈতিক ব্যক্তিরা জড়িত রয়েছে, তারা বিএনপির সুনাম ক্ষুণ্ন করছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- বিএনপি নেতা মো. মাজহারুল ইসলাম এবং সঞ্চালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু ইউসুফ বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভূইয়া, যুববিষয়ক সম্পাদক মো. হাসান ভূইয়া, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. আকরামুল ইসলাম, চান্দলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন ভূইয়া, বিএনপি নেতা এমরান হোসেন মাস্টার, জয়নাল হোসেন হাজারী, সাবেক ছাত্রদল নেতা গাজী ইসরাফিল হোসেন, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সাবেক ছাত্রদল নেতা আল আমিন, এরশাদুল ইসলাম এরশাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।