সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বুধবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন সহকারী শিক্ষকরা। লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পর এবার তিন দফা দাবি বাস্তবায়নের জন্য তারা তালাবদ্ধ কর্মসূচিতে যাচ্ছেন। একইসঙ্গে উপজেলা ও থানা শিক্ষা অফিসের সামনে অবস্থান নেবেন শিক্ষকরা।

মঙ্গলবার বিকালে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতারা আন্দোলনের নতুন ধাপ ঘোষণা করেন। তাদের অভিযোগ, অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিন দফা দাবি বাস্তবায়নে ২২ দিনেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। তাই বাধ্য হয়েই আরও কঠোর অবস্থানে যেতে হচ্ছে।
সংগঠনটির তিন দফা দাবি হলো সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
শিক্ষক নেতাদের দাবি, এই তিন দফা বাস্তবায়ন না হলে দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় স্থবিরতা আরও বাড়বে। তারা দ্রুত সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



