জুমবাংলা ডেস্ক : সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর দেশটিতে আগামীকাল (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। সৌদির সঙ্গে মিল রেখে বাংলাদেশের কয়েকটি জেলার বাসিন্দারা রোববার ঈদুল ফিতর উদযাপন করবেন।
এদের মধ্যে চাঁদপুর, ফরিদপুর, শরীয়তপুর, পিরোজপুর এবং ভোলা জেলার বেশ কিছু গ্রাম রয়েছে। যেখানে স্থানীয় বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে একদিন আগে ঈদ উদযাপন করবেন।
যেসব এলাকায় ঈদ উদযাপন হবে:
চাঁদপুর: হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর এবং মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানি, কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামে।
ফরিদপুর: বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের কাঁটাগড়, সহস্রাইল, দরিসহস্রাইল, মাইটকোমড়া, রাখালতলি গঙ্গানন্দপুরসহ মোট ১৩টি গ্রামের বাসিন্দারা রোববার ঈদ উদযাপন করবে। এছাড়া, আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের তিনটি গ্রামেও ঈদ পালন করা হবে।
শরীয়তপুর: সুরেশ্বর, কেদারপুর, চাকধ্, চন্ডিপুরসহ ৩০ গ্রামে সৌদির সঙ্গে মিলিয়ে ঈদ উদযাপন করা হবে।
পিরোজপুর: মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া, খেতাছিড়া, চকরগাছিয়া, কাউখালী উপজেলার বেতকা, শিয়ালকাঠী, পারসাতুরিয়া ইউনিয়নের ৭৫-৮০টি পরিবার, নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা গ্রামের ৩৫ পরিবার, সদর উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা ও একপাই জুজখোলা গ্রামের ৬০টি পরিবার সৌদি আরবের সঙ্গে মিলিয়ে ঈদ উদযাপন করবে।
ভোলা: ভোলার সদর উপজেলার বোরহানউদ্দিন, দৌলতখান, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার ১০টি গ্রামে প্রায় ৫ হাজার বাসিন্দা রোববার ঈদ উদযাপন করবে।
আরও পড়ুন : স্বর্ণের দামে ঈদের আগে নতুন রেকর্ড
চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কিছু বাসিন্দাও রবিবার ঈদুল ফিতর পালন করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।