অবকাশ যাপনের জন্য দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। আর দেশে ফিরেই ভক্তদের দুই দুইটি সুখবর জানিয়েছেন অভিনেতা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে বড় ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনের দিন একটি সুখবর দেন শাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি আপলোড করেন। ক্যাপশনে লেখেন,
এখানেই তোমাদের সবার নতুন স্বপ্ন, নতুন যাত্রা আর অফুরন্ত ভালোবাসা।
নায়কের এমন পোস্টের পর ধারণা করা হচ্ছে, দেশপ্রেম ও অ্যাকশন নির্ভর গল্প ‘সোলজার’সিনেমার সুখবর দিয়েছেন শাকিব। এ সিনেমায় শাকিবের লুক কী হবে সে বিষয়ে ভক্তদের আগাম ইঙ্গিত দিয়েছেন।
এ সুখবরের পর রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুকে আরও একটি ছবি আপলোড করেন শাকিব। ছবিতে দেখা যায়, নায়কের হাতে বিশেষ সম্মাননা পুরস্কার।
ক্যাপশনে শাকিব লেখেন, বাংলা সিনেমাকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার জন্য সিনেমায় আমার রজতজয়ন্তীতে এটা আগামী দিনগুলোতে আরও কঠোর ও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
শাকিব আরও বলেন, আমার প্রিয় দর্শকদের প্রতি অফুরন্ত ভালোবাসা। আপনাদের সমর্থন ছাড়া কিছুই সম্ভব হতো না! আমাকে এত সম্মান দেয়ার জন্য ধন্যবাদ।
প্রসঙ্গত, শাকিব খান অভিনীত সর্বশেষ সিনেমা ‘তাণ্ডব’। সিনেমাটি চলতি বছর কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল। অভিনেতার আপকামিং সিনেমার মধ্যে রয়েছে ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ও ‘সোলজার’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।