জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের আটটি বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
Table of Contents
বুধবার (২৮ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
২৪ ঘণ্টার পূর্বাভাস (২৮ মে সন্ধ্যা থেকে)
আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কিছু জায়গায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
২৪ ঘণ্টার পূর্বাভাস (২৯ মে সন্ধ্যা থেকে)
২৯ মে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, একই বিভাগের অধিকাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
২৪ ঘণ্টার পূর্বাভাস (৩০ মে সন্ধ্যা থেকে)
শুক্রবার (৩০ মে) সন্ধ্যার পূর্বাভাস অনুযায়ী, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময় বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও ভারী থেকে মাঝারি বর্ষণ হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
২৪ ঘণ্টার পূর্বাভাস (৩১ মে সন্ধ্যা থেকে)
শনিবার (৩১ মে) সন্ধ্যা ৬টা থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।
২৪ ঘণ্টার পূর্বাভাস (১ জুন সন্ধ্যা থেকে)
রোববার (১ জুন) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
কোমরে স্পর্শ করছিল, পেছনে ফিরে দেখি নামি প্রযোজক : অম্রুতা সুভাষ
পাঁচ দিনের আবহাওয়ার সারসংক্ষেপ
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে। সেইসঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।