জুমবাংলা ডেস্ক : আজ বুধবার (৩০ এপ্রিল) দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ৮টি জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে যা বলা হয়েছে
সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় জানানো হয়েছে, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃষ্টির গতিপথ ও ঝুঁকিপূর্ণ এলাকা
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আজ সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির প্রবণতা দক্ষিণ-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। ফলে শুরুতে খুলনার সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট, এরপর বরিশালের বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা এবং পরে নোয়াখালী, ফেনী ও চট্টগ্রামের উত্তরাংশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সতর্কতা ও করণীয়
আবহাওয়া অফিস এবং আবহাওয়া গবেষকদের পূর্বাভাস অনুযায়ী, ঝড় ও বজ্রবৃষ্টি চলাকালীন সময় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে যারা নদীপথে চলাচল করেন, তাদের ১ নম্বর সতর্ক সংকেত অনুসরণ করতে বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।