জুমবাংলা ডেস্ক : দেশের প্রথম অলিম্পিক মানের স্পোর্টস কমপ্লেক্স নির্মিত হচ্ছে ঢাকার সাভারে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)। যেখানে অলিম্পিক কিংবা বিশ্বের নামিদামি ফুটবল ক্লাবের ফিটনেস সেন্টারের মতো সকল ভিআইপি সুযোগ-সুবিধা মিলবে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ পাশে ১২ বিঘা জমির উপর এ স্পোর্টস কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয়েছে, যার মোট আয়তন এক লাখ ৭০ হাজার স্কয়ার ফিট। যেখানে ৬৩ হাজার স্কয়ার ফিটের প্রধান কমপ্লেক্স ভবন ছাড়াও থাকছে ৩০ হাজার স্কয়ার ফিটের একটি সুইমিংপুল ও ১২ হাজার স্কয়ার ফিটের একটি রাবার ফ্লোর। এছাড়াও থাকছে জাতীয় পর্যায়ের দুটি পৃথক ক্রিকেট প্রাকটিস গ্রাউন্ড এবং ৫০ আসন বিশিষ্ট ৬টি মিনি স্টেডিয়াম।
আরও থাকছে বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, স্কোয়াশ, টেবিল টেনিসসহ বিভিন্ন খেলাধুলার ইনডোর স্টেডিয়াম এবং ভারোত্তলন কেন্দ্র। এসব স্টেডিয়ামে দর্শনার্থীদের জন্য থাকছে প্রায় ৩ শতাধিক আসন। ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে পৃথক ফিটনেস সেন্টার এবং লকার সুবিধা। খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য সবসময় নিয়োজিত থাকবেন ১০-১২ জন প্রশিক্ষক।
এতে স্পোর্টস বিষয়ক কোর্সের জন্য থাকবে ১১টি প্রশিক্ষণ কক্ষ। প্রতিটি ক্লাবের জন্য থাকবে আলাদা কক্ষ। সম্পূর্ণ আবাসন ব্যবস্থা সম্বলিত এ কমপ্লেক্সে থাকবে ৫০টি আবাসন কক্ষ এবং কোচদের জন্য থাকছে পৃথক আবাসন ব্যবস্থা। বিভিন্ন খেলাধুলা বিষয়ক সেমিনার আয়োজনের জন্য নির্মিত হবে সুবিশাল কনফারেন্স রুম। এছাড়া খেলোয়াড়দের স্বাস্থ্যকর খাবার নিশ্চিতে কমপ্লেক্সের ভিতরে থাকছে ক্যাফেটেরিয়ার ব্যবস্থা।
মূল ভবনের শুরুতেই থাকবে পদক প্রদর্শনীর জন্য নির্ধারিত গ্যালারি। ডাইভিং পুল, ব্যালেন্স ট্যাঙ্ক এবং বিশাল গ্যালারি সংবলিত ৫০ মিটার কম্পিটিশন পুল এ কমপ্লেক্সের অন্যতম আকর্ষণ। ৩৫০ ফুট দৈর্ঘ্য ও ১৫০ ফুট প্রস্থ বিশিষ্ট সুইমিংপুলটি পরিষ্কার রাখার জন্য জার্মান থেকে ২৫ লাখ টাকা মূল্যের দুটি রোবট কেনার কথা রয়েছে।
তিনতলা বিশিষ্ট এ স্পোর্টস কমপ্লেক্সটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১১৯ কোটি ৩৬ লাখ ১ হাজার ৩৬১ টাকা। কমপ্লেক্সটির পূর্ত কাজ বাস্তবায়নের দায়িত্বে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেড।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী (সিভিল, প্রকল্প অফিস) আহসান হাবীব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, “অলিম্পিক মানের এই স্পোর্টস কমপ্লেক্সে খেলোয়াড়দের জন্য থাকবে সকল ভিআইপি সুযোগ-সুবিধা। শিক্ষার্থী ছাড়াও দেশের যেকোনও প্রান্ত থেকে খেলোয়াড় টিম এসে এখানে প্রাকটিসের সুযোগ পাবে। তাদের জন্য এখানে আবাসন ব্যবস্থাও থাকবে। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, খেলোয়াড়, দর্শনার্থী, অতিথী সকলের জন্য থাকছে আন্তর্জাতিক মানের সব সুবিধা।”
সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ২৪ ডিসেম্বর স্পোর্টস কমপ্লেক্সটির উদ্বোধন করা হবে বলে জানান এ প্রকৌশলী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, “দেশের প্রথম অলিম্পিক মানের স্পোর্টস কমপ্লেক্স হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে। এ মানের স্পোর্টস কমপ্লেক্স বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই। এজন্য আমি অত্যন্ত আনন্দ বোধ করছি। আমি মনে করি এ স্পোর্টস কমপ্লেক্সটির মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের যে দীর্ঘদিনের দাবি বা প্রত্যাশা তা পূরণ হতে যাচ্ছে। এর ফলে আমরা ক্যাম্পাসে আন্তর্জাতিক মানের বিভিন্ন খেলাধুলার আয়োজন করতে পারব।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।