জুমবাংলা ডেস্ক : দেশের আটটি বিভাগের ওপর দিয়েই বয়ে যাচ্ছে মৃদু থেকে অতিতীব্র তাপপ্রবাহ। এ পরিস্থিতিতে আরও তিন দিনের (বুধবার পর্যন্ত) হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। তবে আগামীকাল সোমবার সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আজকের তুলনায় কাল তাপমাত্রা সামান্য বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীতে রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া রাজশাহী জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। এ পরিস্থিতিতে আরও ৩ দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এসব তথ্য জানান আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, যশোর ও রাজশাহী জেলার ওপর দিয়ে অতি তীব্র এবং টাঙ্গাইল, পাবনা, সিরাজগঞ্জসহ পুরো খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এ ছাড়া সিলেট ও চট্টগ্রাম বাদে দেশের অন্যান্য জেলায় রয়েছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ।
নাজমুল হক বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে রাজধানীসহ দেশের অন্যানো অঞ্চলের তাপমাত্রা তুলনামূলক বাড়বে।’
এদিকে, কালবৈশাখীর প্রভাবে মে মাসের প্রথম সপ্তাহে; অর্থাৎ, ২ অথবা ৩ তারিখে বৃষ্টি হতে পারে। তবে তাপপ্রবাহ যথারীতি বিদ্যমান থাকবে। মে মাসের শেষ দিকে আস্তে আস্তে তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান আবহাওয়াবিদরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।