জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে মৃদু শৈত্য প্রবাহ। তাপমাত্রার পারদ ওঠানামা করছে ৮ থেকে ৯ ডিগ্রিতে। ভোরে ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। উত্তরের হিমেল হাওয়া কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। সকাল ৮টার দিকে সূর্য উঁকি দিলেও তা উত্তাপ ছড়াচ্ছে না। বিকেল থেকে আবারও কুয়াশার দাপট। ঠাণ্ডা বাতাসে দিশেহারা হয়ে পড়ছে সাধারণ মানুষ।
রবিবার (১৫ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এ জনপদের খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক কাজকর্ম। সময় মতো কাজে যেতে পারছেন না তারা। হাসপাতালে বাড়ছে শীত জনিত রোগীর সংখ্যা।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, রবিবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৮০ ভাগ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।