দেশের তিনটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমে গেছে।

আজ ২৩ জানুয়ারি শুক্রবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াসের বেশি হ্রাস পেয়েছে। দেশের তিন জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা শুক্রবার সকালে নেমে এসেছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। এতে দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। তবে শনিবার তাপমাত্রা প্রায় একই রকম থাকার সম্ভাবনা রয়েছে এবং এরপর থেকে ধীরে ধীরে বাড়তে পারে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


