জুমবাংলা ডেস্ক : দেশের পট পরিবর্তনে প্রত্যেক নাগরিকের জীবনে স্বস্তি এসেছে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সেই সঙ্গে তিনি বলেছেন, পরবর্তীতে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন তারা যেন আগের মতো জালিম না হয়। সবাইকে অতীত থেকে শিক্ষা নিতে হবে।
সোমবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) কোটা সংস্কার আন্দোলনে আহতদের খোঁজখবর নেয়াসহ আর্থিক অনুদান প্রদান শেষে এসব কথা বলেন তিনি।
জামায়াতের আমির বলেন, পরবর্তীতে সরকারে যে আসবে সে যেন জালিমদের পথ অনুসরণ না করে। একই গর্তে বারবার যাতে পা না পড়ে। মানুষের সঙ্গে জুলুম করলে কী পরিণত হয়, আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতকে অতীত থেকে তার শিক্ষা নিতে হবে।
রাস্তার মাঝে পাঞ্জাবি গানে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী যুবতী
আন্দোলনে নিহতদের স্মরণ করে তিনি বলেন, বুলেটের আঘাতে যারা চলে গেলেন, আমরা তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে, আল্লাহ আমাদের নাজাতের সুযোগ দিয়েছেন। এ সময় আন্দোলনে আহতদের সহায়তায় সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান জামায়াতের আমির।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.