দেশীয় পদ্ধতিতে বড়শি দিয়ে বিশাল বড় মাছ ধরলেন চাচা

বড়শি দিয়ে বিশাল বড় মাছ

জুমবাংলা ডেস্ক : বড় বাইন বা বামুশা বা দেশি বড় বাইন বা বাও বাইম বা রাজ বাইম বা বানেহারা বা বামোশ (বৈজ্ঞানিক নাম: Anguilla bengalensis) হচ্ছে অ্যাঙ্গিলিডি পরিবারের মাছ।

বড়শি দিয়ে বিশাল বড় মাছ

বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের রক্ষিত বন্যপ্রাণীর তালিকার তফসিল ১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।
এদের মুখ ছোট হয়। দেহের উপরিভাগ উজ্জ্বল বাদামী বর্ণের হয়।

এই মাছ প্রায় ৭৫ সেমি লম্বা হয়। শাল বাইম প্রজাতিটি ছোট মাছ, ক্রাস্টেশিয়ান এবং কীটপতঙ্গের লার্ভা খাদ্য হিসেবে গ্রহণ করে। পূর্ণবয়স্ক মাছ বিভিন্ন পুটি জাতীয় মাছ, অন্যান্য ছােট মাছ, চিংড়ি এবং ব্যাঙাচি খেয়ে থাকে।

YouTube video player

নদী, খাল, বিল, জলাধার, পুকুর ও প্লাবনভূমির তলদেশে বাস করে। আবার ঈষৎ লােনাপানিতেও এদের দেখা যায়ই মাছের আবাসস্থল হারিয়ে যাওয়ার কারণে আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি বাংলাদেশে এখনও বিপন্ন প্রাণী হিসাবে চিহ্নিত। এই মাছটি রক্ষা করার জন্য তাদের আবাসস্থল রক্ষা করা প্রয়োজন।