ডিজাইনে পরিবর্তন আসতে পারে ই-পাসপোর্টের

passport

জুমবাংলা ডেস্ক : ই-পাসপোর্ট বুকলেটের ডিজাইন পরিবর্তন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রবিবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশের একটি জাতীয় গণমাধ্যম।

passport

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ই-পাসপোর্টে থাকা বিদ্যমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার, নৌকা, জলছাপসহ অন্যান্য ছবির পরিবর্তন করে দেশের প্রাকৃতিক সম্পদের ছবি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কাজ করছে বলেও সমকালের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এর আগে ২০২০ সালের ২২ জানুয়ারি বিশ্বের ১১৯তম এবং দক্ষিণ এশিয়ার প্রথম কোনো দেশ হিসেবে ই-পাসপোর্ট যুগে প্রবেশ করে বাংলাদেশ।

চাকরির সাক্ষাৎকারে আত্মবিশ্বাসের সঙ্গে ‘নিজের সম্পর্কে’ যেভাবে বলবেন

ই-পাসপোর্টের সবচেয়ে বড় সুবিধা হলো- এর মাধ্যমে ই-গেট ব্যবহার করে খুব দ্রুত ও সহজে ভ্রমণকারীরা যাতায়াত করতে পারেন। ফলে বিভিন্ন বিমানবন্দরে ভিসা চেকিংয়ের জন্য লাইনে দাঁড়াতে হয় না। এর মাধ্যমেই ইমিগ্রেশন দ্রুত হয়ে যায়। সূত্র: সমকাল