ডেস্কটপে মাউস ছাড়াই জি-মেইল ব্যবহারের উপায়

জি-মেইল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি অফিসিয়াল বার্তা আদান-প্রদানের জন্য মেইল ব্যবহার করেন প্রায় সবাই। তবে গুগলের জি-মেইল এক্ষেত্রে সবচেয়ে বেশি জনপ্রিয় বর্তমানে। ব্যবহারকারীদের নিরাপত্তার কথা চিন্তা করে নানান ফিচার যুক্ত করছে গুগল।

জি-মেইল

তবে জানেন কি? মাউস ছাড়াই কি-বোর্ডের শর্টকাট ব্যবহার করে জি-মেইলের সব কাজ সেরে নিতে পারবেন। এগুলো আয়ত্তে থাকলে জি-মেইল ব্যবহার হবে আরও সহজ। চলুন জেনে নেওয়া যাক কোন শর্টকার্ট কি কাজে লাগে-

মেইল কম্পোজ করতে
মেইন উইনডোতে থাকার জন্য ব্যবহার করুন ‘shift+Esc’-এই কি-বোর্ড শর্টকাটটি। শুধু ‘Esc’ টিপলেই পৌঁছে যাবেন কম্পোজ অপশনে। সেখান থেকে ‘Ctrl + .’ এবং ‘Ctrl + ,’ -এর মতো কি প্রেস করে আপনি পরবর্তী কিংবা আগের চ্যাটে যাতায়াত করতে পারবেন। মেইল কম্পোজ করার পর সেন্ড করতে কি-বোর্ড থেকেই প্রেস করুন ‘Ctrl+Enter’।

রিসিপেন্ট অ্যাড করতে হলে
মেলটি কাকে পাঠাবেন, কাকে Bcc-তে রাখবেন সেটি নির্বাচন করতেও আপনাকে মাউসের ব্যবহার করতে হবে না। cc রিসিপেন্ট অ্যাড করতে কি-বোর্ড থেকে প্রেস করুন ‘Ctrl + Shift + c’ এই কি-কম্বোটি। ‘Ctrl + Shift + b’ কি টিপলেই পৌঁছে যাবেন Bcc রিসিপেন্টস অ্যাড করার অপশন। ড্রাফট মুছে ফেলার জন্য টিপুন ‘Ctrl + Shift + d’ এই কি-কম্বো।

লিঙ্ক ইনসার্ট করতে
কম্পোজ করা ই-মেইলের ভেতরে কোনো লিঙ্ক ইনসার্ট করতে টিপুন ‘Ctrl + k’। লেখায় বানান ভুল ঠিক করতে ‘Ctrl + ;’ -কি এবং বানানের সাজেশন পেতে একসঙ্গে টিপুন ‘Ctrl + m’- এই দুটি কি চাপুন।

স্টোরেজ ফাঁকা করতে
আপনারজি-মেইলের ইনবক্সের সার্চ বারে গিয়ে লিখুন ‘Size:XM’। এই X শব্দটি দিয়ে মেগাবাইটের সাইজ বোঝানো হয়। 10, 20 -এই সব ডিজিটের সাহায্যে বিভিন্ন আকার বা MB-র ফাইলের কাছে পৌঁছে সেগুলো ডিলিট করতে পারবেন খুব সহজেই।

জি-মেইলের রিপ্লাই দিতে চাইলে
মেইলের উত্তর দিতে চাইলে কি-বোর্ডে গিয়ে প্রেস করুন ‘Shift + Enter’ এই দুটি কি। এই শর্টকাট দিয়ে আপনি সরাসরি উত্তর দিতে পারবেন মেইলের। একই রকম শর্টকাট কাজ করে Google Chat-এও। কোলন তথা ‘ : ‘-কি প্রেস করে পাঠিয়ে দিতে পারবেন পছন্দসই কোনও ইমোজি। আগের মেলের উত্তর দিতে উপর দিকের অ্যারো কি-টি প্রেস করুন কি-বোর্ড থেকে।

নেট দুনিয়া কাঁপাচ্ছে নতুন এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

মেইল আনডু করতে হলে
নিশ্চয়ই জানেন কোনো ভুল কিছু করে ফেললে সেখান থেকে ফেরার একটাই পথ ‘Ctrl + z’। এই কি বোর্ট শর্টকাট দিয়ে পৌঁছনো যায় আনডু অপশনে। ভুল করে আনডু করে ফেললেও শোধরানোর অপশন রয়েছে কি-বোর্ডে। রিডু করার জন্য প্রেস করুন ‘Ctrl + Y’ কি-কম্বো। এই সব কি-গুলো একই ভাবে কাজ করে জি-মেইল বা গুগলেরর অন্যান্য প্ল্যাটফর্ম ও অ্যাপ্লিকেশনগুলোতে। ফন্ট ঠিক করা থেকে লেখার আকার ছোটবড় করা, এমন কি বোল্ড, ইটালিকস বা আন্ডারলাইন, সমস্ত কাজের জন্যই নির্ধারণ করা রয়েছে কি-বোর্ড শর্টকাট। এমনকি কোনো টেক্সট স্ট্রাইক করতে পারেন কি-বোর্ড থেকেই। প্রেস করুন ‘Alt+Shift+5’। দেখবেন আপনার সিলেক্ট করা টেক্সটির পেট কেটে গিয়েছে আপনাআপনিই।

সূত্র: অ্যান্ড্রয়েড পোলিস