‘সভ্যতা’র কোপে ধ্বংস হলো অসংখ্য পাখির আশ্রয়!

আন্তর্জাতিক ডেস্ক : সুবিশাল এক বৃক্ষ। তাতে বাস করছে অসংখ্য পাখি। সেই পাখিদের কিচিরমিচিরে মন ভরে উঠত প্রকৃতিপ্রেমীদের। কিন্তু প্রকৃতি ধ্বংসকারী মানবসভ্যতার দোহাই দিয়ে সেই গাছটি উপড়ে ফেলা হলো।

ধ্বংস হয়ে গেল শতাধিক পাখির আশ্রয়। এমনই এক হৃদয়বিদারক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওটিতে দেখা যায়, একটি রাস্তার ধারে অবস্থিত বিশাল সেই গাছটি ক্রেন দিয়ে উপড়ে দেওয়া হচ্ছে। গাছটি হেলে পড়ার সাথে সাথে দেখা যায়, শতাধিক পাখি উড়ে যাচ্ছে নীড় ছেড়ে, চিরদিনের জন্য। এভাবে পাখিদের নীড় ধ্বংস করায় সোশ্যাল মিডিয়ায় চলছে নিন্দার ঝড়। ভিডিওটির তথ্য মতে, ঘটনাটি ঘটেছে ভারতের কেরালা রাজ্যের মালাপ্পুরাম জেলার রাঁধাথানি গ্রামে।

Heartbreaking 💔 how many birds lost out their nest!

পাখিদের নিবাস ধ্বংস করার প্রতিবাদে ম্যাথু আব্রাহাম টুইটারে লিখেছেন, “হৃদয়বিদারক! কতগুলো পাখি তাদের নীড় হারাল। আর এ সবই ঘটছে ‘ঈশ্বরের দেশে’; যদিও ঈশ্বর সেখানে বাস করেন না…দুঃখজনক। ” সান্ত্বনা নাথ লিখেছেন, ‘মগজবিহীন মানুষের কর্মকাণ্ড! গাছটা ওদের কী ক্ষতি করেছিল!’ সাংমা নামের একজন লিখেছেন, ‘মানুষের কাছে এটা শুধুই একটা গাছ, তবে পাখিদের কাছে তাদের বাড়ি।’ এভাবেই অসংখ্য মানুষ নিন্দা জানাচ্ছেন পাখিদের নীড় ধ্বংসের।

ইউক্রেনের বন্দর ছেড়েছে খাদ্যশস্য বোঝাই আরও ৪ জাহাজ