আন্তর্জাতিক ডেস্ক : এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীদের বেশ কয়েকটি যান (ইউএফও) খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর গোপন ইউনিট দ্য অফিস অব গ্লোবাল এক্সেস (ওজিএ)। বিশ্বের বিভিন্ন অংশ থেকে এই ইউএফওগুলো পাওয়া যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গোপন অভিযানে ইউএফওর খোঁজ পেয়েছে ওজিএ। এরমধ্যে দুটি ইউএফও ছিল ক্ষতিগ্রস্ত।
ওজিএ সিআইর একটি গোপন ইউনিট। এটি ২০০৩ সাল থেকে ভিনগ্রহী প্রাণীদের যান সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে।
ওজিএর গোপন অভিযানের সঙ্গে সম্পৃক্ত সূত্র ডেইলি মেইলকে জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থার এমন একটি ব্যবস্থা রয়েছে যা গোপন ইউএফওগুলো শনাক্ত করতে পারে। যখন এই ধরনের যানবাহন পৃথিবীতে অবতরণ করে তখন তা উদ্ধার করতে বিশেষ সামরিক ইউনিট পাঠানো হয়।
গত জুনে প্রাক্তন মার্কিন গুপ্তচর ডেভিড গ্রুশ মার্কিন কংগ্রেসে এক শুনানি চলাকালীন ভিনগ্রহীদের নিয়ে চাঞ্চল্যকর দাবি করেন। তিনি বলেন, এলিয়েন আছে। শুধু তাই নয়, ভিনগ্রহীদের দেহ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের হেফাজতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।