দীর্ঘ ৯ বছর পর ভক্তদের জন্য এক মঞ্চে হাজির হয়েছিলেন টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। কিন্তু ভক্তদের জন্য এক মঞ্চে পারফরম্যান্স করে ট্রল আর ব্যক্তিগত আক্রমণের শিকার হন এ জুটি।
গত ৪ আগস্ট ‘ধূমকেতু’ সিনেমার ট্রেলার মুক্তি অনুষ্ঠানের দিন এক মঞ্চে হাজির হন দেব-শুভশ্রী। নেচে, গেয়ে নজরকাড়া উপস্থিতি ভক্তদের উপহার দেন। আর তাতেই ভক্তরা কটাক্ষের তীর ছুঁড়ে দেয় দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র ও শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীর দিকে। অন্তর্জালে ছড়িয়ে পড়ে একাধিক কুরুচিকর মন্তব্য।
এ প্রসঙ্গে সম্প্রতি মুখ খোলেন দেব। রোববার (১০ আগস্ট) রানা সরকারের প্রোডাকশন হাউসের ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে টালিউডের প্রায় সব তারকাই হাজির ছিলেন। উপস্থিত ছিলেন দেবও।
সে অনুষ্ঠানেই দেব বলেন, আমরা এত দিনের ঝগড়া-ঝামেলা মিটিয়ে ওইদিন মঞ্চে ছিলাম, এখনো আছি। আমরা জানি ছবিটা কী। কিন্তু অনেকেই একে অন্যভাবে দেখছেন। একটা সিনেমা কিংবা প্রোমোশন সম্পর্ক বদলে দিতে পারে না।
দেব আরও বলেন, মঞ্চে আমরা এমন কিছু করিনি, যার মূল্য হবে ব্যক্তিগত আক্রমণ। আমরা শুধু চেয়েছিলাম দেব-শুভশ্রীর ভক্তদের নস্টালজিয়ায় নিয়ে যেতে। অথচ বিষয়টিকে পারিবারিক আক্রমণের দিকে নেয়া হচ্ছে। আমি জানি, নেগেটিভ জিনিস অনেক দূর পর্যন্ত গড়ায়। কিন্তু ভক্তদের বলবো, পরিবারই আমাদের বড় সাপোর্ট। দয়া করে, অকারণে কোনো বিষয় নিয়ে কাটাছেঁড়া করবেন না। আমার যদিও এসব গায়ে লাগে না। তবে অন্যদের লাগতে পারে।
এরপরই দেব ক্ষমা চান। বলেন, নেতিবাচক মন্তব্য কাম্য ছিল না। দর্শক আমাদের যেভাবে দেখতে চেয়েছিল সেভাবেই পারফরম্যান্সটা করেছিলাম। শুধু আমি আর শুভশ্রী নয়, রাজ, রুক্মিণীও এ ছবিটার জন্য শ্রম দিয়েছেন। এটা যদি ভুল হয়ে থাকে তাহলে আমি সত্যি ক্ষমা চাইছি। রাজ, শুভশ্রী, রুক্মিণী সবার কাছে ক্ষমা চাই। যা হয়েছে সত্যি দুঃখজনক।
প্রসঙ্গত, দেব-শুভশ্রীর সম্পর্ক ভাঙার মুহূর্তে সর্বশেষ অভিনয় করছিলেন ‘ধূমকেতু’ সিনেমায়। ২০১৩ সালে এ সিনেমার কাজ শুরু হলেও এর সম্পূর্ণ কাজ শেষ হয় ২০১৫ সালে। একাধিক কারণে দীর্ঘদিন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পথে হাঁটতে পারেনি। অবশেষে দীর্ঘ ৯ বছর পর দেব-শুভশ্রী অভিনীত সর্বশেষ সিনেমা ‘ধূমকেতু’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।