বিনোদন ডেস্ক : বক্স অফিসে সুপারহিট হয়েছে মিঠুন চক্রবর্তী ও দেব অভিনীত ‘প্রজাপতি’। গতকাল সোমবার কলকাতার এক পাঁচ তারকা হোটেলে ছবির সাফল্যকে সেলিব্রেট করতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে হাজির ছিল পুরো ‘প্রজাপতি’ টিম।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে ‘প্রজাপতি’ ছবি নিয়ে বিতর্কের কথাও। নন্দনে ছবি না দেখানোর প্রসঙ্গও উঠে আসে।
সংবাদমাধ্যমের কাছে মিঠুন চক্রবর্তী বলেন, প্রজাপতি হইহই করে চলছে। দর্শকদের পছন্দ হচ্ছে। এটাই সবচেয়ে বড় পাওনা। নবীনা , পূরবী এই সব হলে ছবি দেখে বড় হয়েছেন। তাই নন্দন আলাদা কিছু নয়। মিঠুন বলেন, ‘নন্দনের কমিটিতে কারা কারা আছে জানতে চাই। নিশ্চয়ই তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে!’
মহাগুরু বলেন, ‘ছবি ভাল চলছে, এটা খুশির খবর। তাই কাউকে কোনো রকম ব্যক্তিগত আক্রমণ নয়। তবে হ্যাঁ, কেউ ভেবেছিলেন দেবকে ভয় দেখাবেন, দেব ভয় না পেয়ে অভিনেতা হিসেবে উত্তর দিয়েছে।’
এই বিষয়ে, নাম না নিয়ে মিঠুন যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকেই কটাক্ষ করেছেন তা কিন্তু স্পষ্ট করেছেন মহাগুরু। এর আগে কুণাল ঘোষকে ‘এলিতেলি’ বলে কটাক্ষ করেছিলেন। আর এবার বললেন ‘গঙ্গারাম’।
এই অনুষ্ঠানে প্রজাপতি বিতর্কে মুখ খোলেন দেবও। মিঠুনের মতোই তার স্পষ্ট জবাব, ‘না, না আমাকে কেউ ভয় দেখায়নি। এটা মিঠুনদার ব্যক্তিগত মত। এটা নিয়ে আমার বলার কিছু নেই। তবে এটা বাংলা সিনেমার জয়। দর্শকদের ভালো লাগছে। এটাই সব বিতর্কের আসল জবাব।’
এদিকে, মিঠুন চক্রবর্তীর এমন মন্তব্যের জবাব দিয়েছেন কুণাল ঘোষও। তিনি বলেন, ‘মিঠুন চক্রবর্তীকে আমি দাদা বলে ডাকি। উনি আমাকে যাই বলুক, মাথা পেতে নেব। নীলকণ্ঠ হওয়ার অভ্যাস আমার আছে। আমি শুধু এটাই বলেছিলাম। প্রজাপতি ছবিতে দেব খুব ভালো অভিনয় করেছে। মিঠুনদার জায়গায় পরাণ বন্দ্যোপাধ্যায় থাকলে আরও ভালো হতো।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।