নির্বাচনে হ্যাটট্রিক জয় পেয়ে যা বললেন দেব

deb

বিনোদন ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনে হ্যাটট্রিক জয় পেয়েছেন টালিউড সুপারস্টার দেব। আর জিতেই জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া।

deb

দেব বলেন, আমার পেছনে গত ৩ বছর সিবিআই লাগানো হয়েছিল। ব্ল্যাকমেইল হতে হয়েছে আমাকে। যারা চোর, তাদের ধরুক। আমার ঘাটাল কেন্দ্রের মানুষ সব জবাব দিয়েছে। গোটা দেশ জবাব দিয়েছে। এই ক্রেডিট দিদির, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই জয়টা আমার দলের কর্মী-সমর্থকদের। দায়িত্ব আরো বাড়ল। ভারতবর্ষজুড়ে যেভাবে রেজাল্ট ওলটপালট হলো, ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হওয়ার পথ সুপ্রশস্ত হল।

তিনি আরও বলেন, আমাকে জেতানোর পেছনে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়েরও অবদান রয়েছে। উনি যেভাবে প্রচারের ময়দানে নোংরা রাজনীতি করেছেন, কুৎসা রটিয়েছেন, ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ সেটা ভালোভাবে নেয়নি। সেই জন্য এখানে তৃণমূলের ভোটের মার্জিনটা এ বছর বেড়েছে।

দুধ সাদা শাড়ির ফাঁকে স্পষ্ট ক্লিভেজ, তামান্নার ভিডিও তুমুল ভাইরাল

প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে ঘাটাল আসন থেকে তৃণমূলের টিকিট পেয়ে বিজয়ী হয়েছেন দেব। তার বিপরীতে এই আসনে বিজেপি প্রার্থী হয়েছিলেন অভিনেতা হিরণ। ১ লাখ ২১ হাজার ভোট বেশি পেয়ে তাকে হারিয়ে জয় লাভ করেছেন দেব।