দেব ও শুভশ্রীর গানে ড্যান্স দিয়ে ঝড় তুললেন রণবীর-আলিয়া

রণবীর-আলিয়া

বিনোদন ডেস্ক : টলিউডের দেব-শুভশ্রীর সুপারহিট গান ‘বন্ধুরা এলোমেলো’র তালে নাচছেন বলিউডের রণবীর-আলিয়া! বেনারসের ঘাটে ‘চ্যালেঞ্জ’ ছবির এই জনপ্রিয় গানের তালে তাল মেলাচ্ছেন বর্তমানে বলিউডের সবচেয়ে চর্চিত রিল ও রিয়েল লাইফ কাপল। আর সেই নাচ থেকে মুগ্ধ খোদ টলি অভিনেত্রী শুভশ্রী। ভাবছেন ব্যাপারটা কী?

রণবীর-আলিয়া

অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতেই প্রথমবার রণবীর-আলিয়ার রোমান্স দেখেছে দর্শক। ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির আগে থেকেই নজর কেড়েছিল এই ছবির ‘কেসারিয়া’ গানটি। সম্প্রতি প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশন সামনে ‘কেসারিয়া’ গানের একটি ডান্স মিক্স। সেই গানের ভিডিও অনেকের মনে ধরেছে, আবার অনেকেই সমালোচনায় মুখর হয়েছেন। এর মাঝেই এক জনপ্রিয় বাঙালি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দেব-শুভশ্রীর ‘চ্যালেঞ্জ’ ছবির ‘বন্ধুরা এলোমেলো’ গানের সঙ্গে ‘কেসারিয়া’ গানের ভিডিও জুড়ে দিয়েছে! যা দেখে হতবাক সকলে। দেব-শুভশ্রীর গান রণবীর-আলিয়ার ভিডিওর জন্য কতটা পারফেক্ট তা চোখে না দেখলে বিশ্বাস করা দায়!

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তো প্রশংসায় পঞ্চমুখ ‘রাজ লেখা’ নামের এই ফেসবুক পেজের। কেশরিয়া রিমিক্স-এর চেয়েও দেব-শুভশ্রী বাংলা গানই এই ভিডিওতে বেশি মানাচ্ছে, এমনটাই মত নেটদুনিয়ার একটা বড় অংশের। ভিডিওর ভিউ সংখ্যা প্রায় ৬ লাখ ছুঁইছুঁই। এই ভাইরাল ভিডিও নজর এড়ায়নি শুভশ্রীরও। কমেন্ট বক্সে তিনিও লিখেছেন, ‘কী সুন্দর হয়েছে’।

প্রসঙ্গত, দেব-শুভশ্রী জুটির প্রথম ছবি ‘চ্যালেঞ্জ’, আর ‘ব্রহ্মাস্ত্র’ রালিয়া জুটির প্রথম ছবি। যদিও এই প্রথম নয়, এর আগে অক্ষয়-ঐশ্বর্যর ‘দিল ডুবা’ গানের সঙ্গে ‘কেসারিয়া’ ডান্স মিক্স জুড়ে একটি ভিডিও প্রকাশ্যে এনেছিল এক নেটিজেন। সেটিও তুমুল ভাইরাল হয়।

Bondhura Elomelo | Challenge | Dev | Subhasree | Raj Chakraborty | SVF

প্রসঙ্গত, ‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবির সেটে শুরু হয়েছিল রণবীর-আলিয়ার প্রেমের গল্প। চলতি বছর এপ্রিলে পূর্ণতাও পেয়েছে সেই প্রেম কাহিনি। পাশাপাশি তাঁদের পাঁচ বছরের অক্লান্ত পরিশ্রম সফলতা পেয়েছে বক্স অফিসে, স্বভাবতই উচ্ছ্বসিত রণবীর-আলিয়া। খুব শীঘ্রই রণবীর-আলিয়ার ঘরে আসছে নতুন অতিথি। হবু সন্তানের অপেক্ষাতেই আপাতত দিন গুনছেন এই তারকা দম্পতি।