গতকাল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি ‘কিশমিশ’। দেব এবং রুক্মিণী মৈত্রর এই ছবিকে কেন্দ্র করে উত্তেজনার আবহ আগে থেকেই তৈরি হচ্ছিল। ছবি নির্মাতাদের মতোও প্রত্যাশা ছিল দর্শকদেরও। আর সেই প্রত্যাশার প্রতিফলন ঘটল ছবি মুক্তি পাওয়ার পর। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছবি ‘কিশমিশ’-এর প্রথমদিনই সিনেমা হলে জনজোয়ার দেখা গেল। যেকোনও বয়সের মানুষেরা ভিড় জমিয়েছিলেন সিনেমা হলে। শহরের একাধিক প্রেক্ষাগৃহ এদিন ছিল হাউজফুল। দর্শকদের উল্লাস, প্রিয় অভিনেতা দেবের উদ্দেশে স্লোগানে জমজমাট হয়ে ‘কিশমিশ’-এর প্রথম দিনের শো।
‘কিশমিশ’ দেখতে সিনেমা হলে জনজোয়ার-
দেব-রুক্মিণী অভিনীত ‘কিশমিশ’ মুক্তি পাওয়ার প্রথমদিনই আমরা পৌঁছে গিয়েছিলান নবীনা সিনেমা হলে। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য় ততক্ষণে এসে পৌঁছেছেন বহু মানুষ। কেউ সঙ্গীকে নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে আবার কেউ একাই চলে এসেছেন প্রিয় দেব দা-র ছবি দেখতে। অনুরাগীদের মুখে তখন একাধিক স্লোগান। ‘শিরায় শিরায় রক্ত। আমরা দেবের ভক্ত’। থেকে ‘এক দুই তিন চার। দেব দা সুপারস্টার’। ছবি তখনও শুরু হয়নি। নবীনা সিনেমা হলের বাইরের উন্মাদনা মনে করিয়ে দেয় করোনা পরিস্থিতির আগের দৃশ্যগুলো।
ভালো ব্যবসার আশা হল মালিকদের-
করোনা পরিস্থিতিতে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়েছে সিনেমা হলের ব্যবসায়। দীর্ঘদিন সিনেমা হল হয় সম্পূর্ণ বন্ধ থেকেছে। নাহলে ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা থেকেছে। করোনার সংক্রমণ কিছুটা কমার পর ফের খোলে সিনেমা হল। এমন পরিস্থিতিতে শো হাউজফুল হওয়ায় ফের ভালো ব্যবসার আশায় বুক বাঁধছেন হল মালিক থেকে ম্যানেজাররা। এদিন নবীনা সিনেমা হলের ম্যানেজার গৌতম সাপুই জানালেন যে, প্রথমদিন ব্যবসা ভালোই হয়েছে। শো হাউজফুল ছিল। এরইসঙ্গে তিনি আশা করছেন যে, শনিবার ও রবিবারও এমনই ব্যবসা হবে বলে।
কলেজ স্টুডেন্ট থেকে স্বামী-স্ত্রী, নানা বয়সের মানুষ দেখতে এসেছেন বহু প্রতীক্ষিত বাংলা ছবি ‘কিশমিশ’। প্রথম শো শুরু হওয়ার মাঝে ইন্টারভ্যালে আসেন দেব। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে ছবি চলাকালীনই তিনি হলে প্রবেশ করেন। আর প্রিয় তারকাকে সামনে থেকে দেখে উচ্ছ্বাসের বাঁধ ভেঙে পড়ে দর্শকদের। ছবি শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত অনুরাগীদের মুখে তখন একটাই স্লোগান- ‘শিরায় শিরায় রক্ত। আমরা দেবের ভক্ত।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।