দেব-রুক্মিনীর অন্তরঙ্গ ছবি নিজেই শেয়ার করলেন রুক্মিনী

দেব-রুক্মিনীর অন্তরঙ্গ ছবি

দেব-রুক্মিনী টালিউডের রোমান্টিক জনপ্রিয় জুটি। অনেক বছর ধরে বিয়ে ছাড়াই চুটিয়ে প্রেম করছেন। কবে বিয়ে করছেন দেব ও রুক্মিনী? এই প্রশ্নের উত্তরে দেব বারবারই বলেছেন বিয়েটা গুরুত্বপূর্ণ নয়, একসঙ্গে ভালো থাকাই জরুরি।দেব-রুক্মিনীর অন্তরঙ্গ ছবি

সম্প্রতি দেব রুক্মিনী নিজেদের দুটি অন্তরঙ্গ ছবি শেয়ার করেন।
সম্প্রতি দেব রুক্মিনী নিজেদের দুটি অন্তরঙ্গ ছবি শেয়ার করেন।
ছবির ক্যাপশনে দুজনেই লিখেছেন,’তোমায় তুই বলব না তুমি,/আমি বুঝেই পাইনা../তোমায় বলবো ভাবি কিছু,/শব্দ খুঁজে পাইনা..’
ছবির ক্যাপশনে দুজনেই লিখেছেন,'তোমায় তুই বলব না তুমি,/আমি বুঝেই পাইনা../তোমায় বলবো ভাবি কিছু,/শব্দ খুঁজে পাইনা..'
তাহলে কি চার হাত এক হতে চলেছে? সে বিষয়ে মুখে কুলুপ দুজনেরই। তবে আবারও স্ক্রিনে তাদের একসঙ্গে প্রেম করতে দেখা যাবে।
তাহলে কি চার হাত এক হতে চলেছে? সে বিষয়ে মুখে কুলুপ দুজনেরই। তবে আবারও স্ক্রিনে তাদের একসঙ্গে প্রেম করতে দেখা যাবে।
ছবির নাম কিশমিশ। সেই ছবিতে ফের জুটি বেঁধেছেন দেব, রুক্মিনী।

সম্প্রতি মুক্তি পেয়েছে সেই ছবির গান তোমায় তুই বলব না তুমি। তারই প্রচারে ব্যস্ত দুই তারকা। গানটি গেয়েছেন শুভদীপ পান ও নিকিতা গান্ধী।

ঐন্দ্রিলার জন্মদিন চুমুতে ভরিয়ে দিলেন অঙ্কুশ