‘জীবন গিয়েছে চলে কুড়ি কুড়ি বছরের পার’, কুড়ি বছর না হলেও এক যুগ তো বটেই। অপেক্ষার অবসান ঘটিয়ে ধূমকেতু’র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে একসঙ্গে ধরা দিলেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘ধূমকেতু’র হিট গানের সঙ্গে হাসিমুখে দু’জন প্রবেশ করেন এদিন মঞ্চে। সৌজন্য বিনিময়, আলাপচারিতায় মেতে উঠলেন তাঁরা দু’জন। নজরুল মঞ্চ তখন কানায় কানায় পূর্ণ স্বপ্নের জুটিকে ফের একবার একসঙ্গে দেখার জন্য। অনুরাগীদের সেই স্বপ্ন পূরণ হল।
একইসঙ্গে আরও একবার এদিন এই অনুষ্ঠানের মঞ্চ থেকে একসঙ্গে কাজ করার ইঙ্গিত জোরালো করলেন ‘প্রাক্তন এই জুটি’। সঙ্গে ইঙ্গিত দিলেন নিজেদের প্রযোজনা সংস্থার ছবিতে একে অপরকে কাস্ট করা নিয়েও বড় বার্তা দিলেন তাঁরা।
এদিন বিভিন্ন প্রশ্নের মাঝেই তাঁদের উদ্দেশ্যে প্রশ্ন ধেয়ে আসে যে কবে তাঁরা একে অপরকে তাদের প্রযোজনা সংস্থার কোনও ছবিতে কাস্ট করবেন? পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় তাদের এই প্রশ্ন ছুঁড়ে দেওয়ার পর সুপারস্টার দেব বলেন, “আমি তো করেই দিয়েছি প্রথম দিনে।” শুভশ্রীর উদ্দেশ্যে দেব বলেন, “এবার তো ওর পালা। তাই আমি এখন গাইতে পারি কবে আইবে আমার পালা রে।” এর উত্তরে শুভশ্রী বলেন, “দেবকে অ্যাফোর্ড করার মতো আমার ক্ষমতা নেই, ও মেগাস্টার।” দর্শকাসন থেকে এক ভক্ত তখন মন্তব্য করে “দেব দা বিনামূল্যেই করবে” উত্তরে দেব হেসে বলেন, “বিনামূল্যে না। আমি ঠিক বুঝে নেবো। তুমি শুধু ছবিটা নিয়ে ভাবো।”
এদিন পুরনো ছন্দে ফিরলেন এই জুটি। তাদের হিট ছবির গানের সঙ্গে পা মেলালেন তাঁরা। কলকাতার বুকে নজরুল মঞ্চে আয়োজিত হয়েছিল এদিনের এই অনুষ্ঠান। বিগত বেশ কিছুদিন ধরেই যা নিয়ে অনুরাগীদের মনে তৈরি হয়েছিল এক আলাদা উন্মাদনা। সেই উন্মাদনার পারদ আরও বাড়ল যখন একসঙ্গে এদিন ধরা দিলেন দেব-শুভশ্রী। নজরুল মঞ্চের কানায় কানায় পূর্ণ প্রেক্ষাগৃহে তখন উপচে পড়ছে পছন্দের জুটিকে দেখার, ফিরে পাওয়ার উন্মাদনা। আর তাঁরাও ঠিক সেই আগের মতোই এলেন, দেখলেন, জয় করলেন। সময় যেন থমকে দাঁড়িয়ে গেল এদিন নজরুল মঞ্চের প্রেক্ষাগৃহের অন্দরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।