টলিউডের জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী। ভক্তরা ভালোবেসে বড়পর্দার এই জুটির নাম দিয়েছে ‘দেশু’। দীর্ঘ এক দশক পর সবশেষ গত বছর তাদের একসঙ্গে অভিনীত ছবি ‘ধূমকেতু’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। দর্শকেরাও ছবিটি লুফে নেয়। ফলে সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়। আবার নতুন করে ভক্তদের জন্য সুখবর নিয়ে আসলেন দর্শকপ্রিয় এই জুটি।

মাঝে কয়েক বছরের মান-অভিমান ভুলে আবারও নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন দেব-শুভশ্রী। চলতি বছরের দুর্গাপূজা উপলক্ষ্যে আসন্ন সিনেমাটি মুক্তি পাবে। সোমবার (১৯ জানুয়ারি) এক ফেসবুক লাইভে এসে এই ঘোষণা দেন দুজন। এছাড়া ছবিটি সম্পর্কে সেই লাইভেই একের পর এক চমকপ্রদ তথ্য শেয়ার করেন তারা।
জনপ্রিয় ‘দেশু’ জুটির প্রত্যাবর্তন ঘিরে ইতোমধ্যেই ভক্ত-দর্শকের উন্মাদনা তুঙ্গে। দুজনেই জানান, আপাতত ছবির প্রাথমিক নাম রাখা হয়েছে ‘দেশু ৭’। যদিও নাম নিয়ে আরও কিছু পরিকল্পনা রয়েছে। তবে সবকিছু চূড়ান্ত হলে তখনই আনুষ্ঠানিকভাবে সব বিষয়ে ঘোষণা করা হবে বলে সেই লাইভে জানানো হয়।
সিনেমাটি কে পরিচালনা করবেন বা অভিনেতা হিসেবেই আর কারা থাকছেন সে সম্পর্কেও কিছুই জানানো হয়নি। তবে ফেডারেশন থেকে ‘নিষিদ্ধ’ হওয়া অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের এই সিনেমায় যুক্ত হওয়া নিয়ে ইতোমধ্যে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।
অবশ্য ছবিটির মুক্তি প্রসঙ্গে আরও কিছু চমকপ্রদ তথ্য রয়েছে। ছবির মুক্তি ও টিকিট বুকিং সম্পর্কে দুজন জানান, আগামী ১৬ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাবে ‘দেশু ৭’। শুধু তাই নয়, ছবির মুক্তির প্রায় দশ মাস আগেই শুরু হয়ে যাচ্ছে অগ্রিম টিকিট বুকিং।
লাইভে জানানো হয়, সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ৩টা থেকে ‘দেশু ৭’র ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের টিকিট বুক করা যাবে। প্রথম দুই হাজার দর্শক পাবেন দেব ও শুভশ্রীর অটোগ্রাফ সংবলিত বিশেষ গোল্ডেন টিকিট- যা নিঃসন্দেহে ভক্তদের কাছে বাড়তি আকর্ষণ।
আরও পড়ুন : কিছু ভুয়া খবর দেখলাম : তাহসান
প্রসঙ্গত, এই জুটির সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধূমকেতু’ গত বছরের আগস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। যদিও এর শুটিং সম্পন্ন হয়েছিল ২০১৫ সালে, কিন্তু নানা জটিলতার কারণে ছবিটির মুক্তি দীর্ঘদিন আটকে ছিল। জানা গেছে, ‘দেশু ৭’ একটি রোমান্টিক, অ্যাকশন, রিভেঞ্জ ও থ্রিলারের মিশেলে একেবারে পূর্ণাঙ্গ বাণিজ্যিক ঘরানার একটি ছবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


