বিনোদন ডেস্ক : ৫ জুলাই থেকে শুরু হয়েছে ‘প্রজাপতি টু’ ছবির শুটিং। দেব এবং অতনু রায়চৌধুরীর প্রযোজনায় তৈরি এই ছবিতে অভিনয় করছেন দেব এবং মিঠুন চক্রবর্তী। তাঁদের সঙ্গে থাকছেন টেলিভিশনের অপেক্ষাকৃত নতুন মুখ জ্যোতির্ময়ী। টিভি ধারাবাহিক ‘বঁধুয়া’-তে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজরে আসা জ্যোতির্ময়ীর জন্য দেবের নায়িকা হওয়া যেন এক স্বপ্নপূরণ।
অতনু রায়চৌধুরীর প্রযোজনায় অভিজিত সেন পরিচালিত আগের তিনটি ছবিতেই দেখা গেছে, টেলিভিশনের জনপ্রিয় মুখদেরই সিনেমার নায়িকা হিসেবে নেওয়া হয়েছে। যেমন, ‘প্রজাপতি’ ছবিতে দেবের বিপরীতে ছিলেন শ্বেতা ভট্টাচার্য। এরপর অভিজিত সেন পরিচালিত ‘প্রধান’ ছবিতে ছিলেন ‘মিঠাই’ খ্যাত সৌমিতৃষা কুণ্ডু। সে সময় ‘মিঠাই’ ধারাবাহিক ছিল সুপারহিট। তুলনায়, জ্যোতির্ময়ীর ‘বঁধুয়া’ ধারাবাহিক চলেছে তুলনামূলকভাবে কমদিন, তবে তাঁর অভিনয় নজর কেড়েছিল দর্শকের।
তবে কীভাবে জ্যোতির্ময়ী পেলেন দেবের বিপরীতে অভিনয়ের সুযোগ? জানা গেছে, অভিজিত সেনের মাধ্যমেই তিনি যোগাযোগ করেন প্রযোজনা সংস্থার সঙ্গে। ‘বঁধুয়া’ ধারাবাহিক শেষ হওয়ার পর নতুন ধারাবাহিকে না গিয়ে, তিনি বড়পর্দায় কাজের সম্ভাবনা খতিয়ে দেখছিলেন। সে সময়ই দেখা হয় প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে। অতনুর মনে জায়গা করে নিয়েছিলেন জ্যোতির্ময়ী। পরে যখন মনে হয়েছে, সিনেমার চরিত্রের সঙ্গে ভালোভাবে মানিয়ে যাবেন জ্যোতির্ময়ী, তখনই তাঁকে ডেকে পাঠানো হয়।
এবার বড়দিনে বক্স অফিসে টক্কর দিতে আসছে চারটি বাংলা ছবি। তবে ‘প্রজাপতি’ যেভাবে দর্শকের ভালোবাসা পেয়েছিল, তাতে ধরে নেওয়াই যায়, ‘প্রজাপতি টু’ ছবিটিও পাবে দর্শকের সমর্থন ও আশীর্বাদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।