‘মা দেবরানী বেটি জেঠানী’: একটি রোমান্টিক সাসপেন্স থ্রিলার!

ওয়েব সিরিজ

বিনোদন ডেস্ক : সম্প্রতি উল্লু প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে নতুন রোমান্টিক সাসপেন্স থ্রিলার ওয়েব সিরিজ “Maa devrani beti jethani”, যেখানে মিষ্টি বসু এবং প্রিয়া গামরের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।

ওয়েব সিরিজ

সিরিজটি সামাজিকভাবে অবৈধ সম্পর্কের ওপর ভিত্তি করে তৈরি, যা বর্তমান পেক্ষাপটে একটি নাটকীয় কাহিনী উপস্থাপন করেছে।

গল্পে দেখা যায় জানভি (মিষ্টি) এবং তার মা, যারা এক পরিবারের সদস্য, একসময় অবৈধ সম্পর্কের জালে জড়িয়ে পড়ে। সিরিজের প্রথম পর্বে সেই সম্পর্ক ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। পরবর্তী পর্বে জানভি (মিষ্টি) তার মায়ের সম্পর্ক মেনে নিতে রাজি হয়, তবে কিছু শর্তে।

সেই ‘হেনা’কে অবশেষে খুঁজে পেলেন বাপ্পারাজ

এই ওয়েব সিরিজে দর্শকরা একটি নতুন নাটকীয়তা এবং সম্পর্কের জটিলতার সাথে পরিচিত হবেন। সিরিজের প্রথম দুটি এপিসোড ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। অভিনেত্রী মিষ্টি ও প্রিয়া গামরেসহ আরো অনেকেই তাদের অভিনয়ের মাধ্যমে সিরিজটিকে আকর্ষণীয় করে তুলেছেন।